শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

দলের বিপদেও হাল ধরতে নারাজ মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২২, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

দলের বিপদেও হাল ধরতে নারাজ মুস্তাফিজ

আগামী মাসের ১৬ তারিখ থেকে ক্যারিবিয় আইল্যান্ডে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরুর কথা রয়েছে। সিরিজের দিনক্ষণ এগিয়ে এলেও দল ঘোষণার দিনে এসেও মুস্তাফিজকে নিয়ে অনিশ্চয়তার সাগরে বিসিবি। ইনজুরিগ্রস্ত টাইগার পেস ইউনিটে কাটার মাস্টারকে পাওয়া যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। 

বিসিবি মনেপ্রাণে চায় অন্তত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলুক মুস্তাফিজ। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনূস বলেন, ‘আমরা বলেছি তাকে খেলতে, মুস্তাফিজ তো চাচ্ছিল না খেলতে। আমরা বলেছি খেলতে হবে।’


বিজ্ঞাপন


কারণটাও বললেন এই বর্ষীয়ান বোর্ড কর্তা, ‘দেখেন আমাদের দুইটা ফ্রন্টলাইন বোলার নাই। আমরা মনে করি মুস্তাফিজের সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ এখানে।’

টেস্ট খেলতে না চাওয়ার পিছনে মুস্তাফিজ ঢাল হিসেবে ব্যবহার করেছেন আইপিএলের ক্লান্তিকে। কিন্তু শেষ কয়েক ম্যাচে জায়গায় পাননি দিল্লি ক্যাপিটালসের একাদশে। 

জালাল বলেন, ‘তার লজিকটা হচ্ছে সে দুই মাস ধরে সেখানে আছে। অনেকদিন ধরেই বাইরে আছে। সে হয়ত বলতে পারে ফিজিক্যালি ফিট না। তবে খুব টায়ার্ড তাও তো না, অনেকদিন ধরেই তো (আইপিএলে) ম্যাচ খেলছে না। ম্যাচ না খেলাতে তো তার বিশ্রাম হয়েছে।’

তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের ইনজুরি মূলত বিপাকে ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। দলের এমন দুঃসময়েও হাল ধরতে নারাজ ফিজ। 


বিজ্ঞাপন


এতো গেল মুস্তাফিজ ইস্যু। মুশফিকের প্রসঙ্গে জানতে চাইলে আবারও পাওয়া গেল রহস্যজনক উত্তর, ‘মুশফিকের ব্যাপারে তো নির্বাচকরা বলতে পারবে। তিনটা ফরম্যাটেই সে ছিল। অনেকের হয়ত ভুল ধারণা হতে পারে। সে সব স্কোয়াডেই ছিল।’
   
এআইএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর