রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতীয় ক্রিকেটারদের উপর ক্ষিপ্ত কপিল দেব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

ভারতীয় ক্রিকেটারদের উপর ক্ষিপ্ত কপিল দেব

ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন কপিল দেব। তাঁর হাত ধরেই ১৯৮৩ সালে সর্বপ্রথম বিশ্বকাপের দেখা পেয়েছিল দেশটি। সম্প্রতি এই কিংবদন্তী দেশটির বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাপারে নিজের মতামত ব্যক্ত করেছেন। নিজের বক্তব্যে ভারতীয় ক্রিকেটারদের সবজান্তা এবং অহংকারী হিসেবেও অভিহিত করেছেন তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে হারের পর সুনীল গাভাস্কার রোহিত শর্মা-ভিরাট কোহলিদের তীব্র সমালোচনা করেছিলেন। এবার কপিলও সুর মিলিয়েছেন বন্ধু গাভাস্কারের সঙ্গেই। সুনীল বলেছিলেন, ‘ভারতীয় ক্রিকেটাররা অহংকারী হয়ে গিয়েছে এবং ব্যাটিং পরামর্শ নিতে কখনও এগিয়ে আসেন না। রাহুল দ্রাবিড়,শচীন টেন্ডুলকার এবং ভিভিএস লক্ষ্মণ নিয়মিত আমার কাছে আসতেন এবং তারা বহু সমস্যা নিয়ে আমার সঙ্গে দেখা করতেন এবং আমি যা দেখতাম সেটা বলতে পারতাম।’


বিজ্ঞাপন


আর কপিল নিজেও এমন উপলব্ধিই ব্যক্ত করেছেন। বর্তমান ক্রিকেটারদের ব্যাপারে তিনি বলেন, ‘অনেক সময় বেশি টাকা এলে অহংকারও সঙ্গে আসে। এই ক্রিকেটাররা মনে করেন তারা সবই জানেন। আমি বলব এটাই হল আসল পার্থক্য। আমি মনে করি দলে অনেক ক্রিকেটার রয়েছেন যাদের সাহায্যের খুব দরকার। সুনীল গাভাসকর যখন সেখানে আছেন, তখন আপনি কেন তাঁর সঙ্গে কথা বলবেন না?’

ক্রিকেটাররা সব কিছুই জানেন এমন দাবী করে কপিল বলেন, ‘এখানে তো ইগো থাকার কোনও কথাই নয়। তারা হয়তো মনে করেন যে তারা সব জানে। হয়তো তাঁরা ভালো হতেই পারেন, কিন্তু অতিরিক্ত সাহায্য পেলে ক্ষতি কিসের, তাও যদি সেটা ৫০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির কাছ থেকে পাওয়া যায় তাহলে তো কথাই নেই, আর যখন তিনি সবটা জানেন। কারোর কথা শুনলে আপনার চিন্তাভাবনা বদলে যেতেই পারে।’

এদিকে এসবের বাইরে জস্প্রীত বুমরাহর ইনজুরি নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন কপিল। এই পেসারকে নিয়ে বিসিসিআই সময় নষ্ট করছে বলেও মত দিয়েছেন তিনি। কপিল বলেন, বুমরাহর কি হয়েছে তা এখনো কেউ ভালো ভাবে জানেনা। সে অনেক আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করেছে, তবে তাকে যদি বিশ্বকাপের ফাইনাল অথবা সেমি ফাইনালে না পাওয়া যায় তাহলে এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়।

আবার আইপিএল ক্রিকেটারদের ইনজুরি বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবেও দাবী করেছেন কপিল। তিনি বলেন,  'আজকাল ১০ মাস ক্রিকেট হয়। সবাইকে নিজেদের দেখভাল করতে হবে। আইপিএল ভালো, তবে এই টুর্নামেন্ট ক্রিকেট জীবন নষ্টও করে দিতে পারে। কারণ হালকা চোট নিয়েও প্লেয়াররা আইপিএল খেলে। কিন্তু অল্প চোট নিয়ে দেশের হয়ে খেলে না ক্রিকেটাররা। বিশ্রাম চায়। আমি কোনও রাখঢাক না করেই এটা বলছি। হালকা চোট নিয়েও আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিকেটাররা খেলে। ক্রিকেট বোর্ডের বোঝা উচিত একজন প্লেয়ারের কতটা খেলা উচিত। আজকাল টাকার কোনও কমতি নেই, কিন্তু তিন বা পাঁচ বছরের ক্যালেন্ডার নেই। তারমানে ক্রিকেট বোর্ডের নিশ্চয়ই কিছু ভুলভ্রান্তি রয়েছে।


বিজ্ঞাপন


আরএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর