এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া মহাদেশীয় ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট এশিয়া কাপ নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না।পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তাতে বাদ সাধে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশে গিয়ে না খেলার সিদ্ধান্ত নিলে হাইব্রিড মডেলের প্রস্তাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নানা নাটকীয়তার পর ভারত রাজি হলেও আবারো দেখা দিয়েছে অনিশ্চয়তা।যেখানে অন্তরায় হয়ে দাঁড়ায় পাকিস্তানের ক্রীড়ামন্ত্রীর বক্তব্য। অবশেষে সব কিছুর সমাধান মিলেছে, চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি।
১১ জুলাই (মঙ্গলবার) ডারবানে আইসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের বৈঠকের সময় একটি ছবি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
এশিয়া কাপ ২০২৩ এর বহু প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল, ১২ জুলাই এটি নিশ্চিত করেছেন। অরুণ ধুমাল আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) প্রধান নির্বাহীদের সভায় (সিইসি) যোগ দিতে ডারবানে পৌঁছে গিয়েছেন।
— Johns. (@CricCrazyJohns) July 12, 2023
অরুণ ধুমাল জানিয়েছেন সেক্রেটারি জয় শাহ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ সূচি চূড়ান্ত করার জন্য আইসিসি বোর্ডের বৈঠকের আগে সাক্ষাৎ করেছিলেন। অরুণ ধুমাল ডারবান থেকে ভারতীয় গণমাধ্যম পিটিআইকে বলেছেন, ‘আমাদের সেক্রেটারি (জয় শাহ) পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন এবং এশিয়া কাপের সময়সূচী চূড়ান্ত করা হয়েছে এবং ইতিমধ্যে আলোচনার মধ্যে দিয়ে এটি এগিয়ে গেছে।’ জানা গিয়েছে হাইব্রিড মডেলের মাধ্যমেই এবারের এশিয়া কাপ খেলাতে তারা রাজি হয়েছে।
অরুণ ধুমাল আরও বলেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এর সূচি অনুযায়ী, পাকিস্তানে লিগ পর্বের চারটি ম্যাচ হবে। এরপর শ্রীলঙ্কায় ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার দুটি ম্যাচই হবে শ্রীলঙ্কাতে। দুই দল ফাইনাল খেললে তৃতীয় ম্যাচটিও হবে শ্রীলঙ্কায়।’
বিজ্ঞাপন
এশিয়া কাপের দুইটি গ্রুপ থাকছে, যেখানে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অপরদিকে ভারত-পাকিস্তানের সঙ্গী নেপাল। সবকিছু ঠিক থাকলে আর কিছুদিনের মাঝে আসতে যাচ্ছে চূড়ান্ত সূচির ঘোষণা।

