শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

মালিঙ্গাকে সরিয়ে রেকর্ডবুকে ব্রাভো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

মালিঙ্গাকে সরিয়ে রেকর্ডবুকে ব্রাভো
ছবিঃ সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরু হয়েছে কিছুদিন আগে। আইপিএল মানেই একের পর এক রেকর্ড। দীর্ঘদিন ধরে আইপিএলের সব আসর জুড়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন লাসিথ মালিঙ্গা। গতকাল রাতে সেই রেকর্ড নিজের নামে করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ক্যারিবিয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সকল দেশ জুড়েই খেলে থাকেন ব্রাভো। কিন্তু আইপিএলের আজ পর্যন্ত সব আসরেই নিজের নামের প্রতি বরাবরের মতো সুবিচার করে আসছেন। ক্যারিবিয়ান ক্রিকেটার এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। তার এমন কীর্তিতে অভিনন্দন জানিয়েছেন সাবেক লঙ্কান ক্রিকেটার মালিঙ্গা।


বিজ্ঞাপন


গতকাল রেকর্ড গড়ার দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে হেরে গেছে তার দল। লখনৌর বিপক্ষে ৩৫ রানে এক উইকেট শিকার করে রেকর্ডবুকে চলে যান এই অলরাউন্ডার।

সুপার জায়ান্টসের দিপক হুদাকে সাজঘরে ফেরানো মাত্রই ইতিহাস গড়েন ডিজে ব্র্যাভো। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। এই ম্যাচের পরে ব্র্যাভো আইপিএলে ১৭১ উইকেটের মালিক হয়েছেন।  

ব্রাভোর রেকর্ডের পর তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বর্তমানে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মালিঙ্গা। লঙ্কান সাবেক ক্রিকেটার মালিঙ্গা আইপিএলের ১২২টি ম্যাচে ১৭০টি উইকেট নিয়েছেন।


বিজ্ঞাপন


তৃতীয় স্থানে আছেন ভারতের সাবেক লেগ স্পিনার অমিত মিশ্রা। ব্রাভোর রেকর্ডের পর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে চলে গেলেন মিশ্রা। তিনি ১৫৪ ম্যাচে ১৬৬টি উইকেট নিয়েছেন। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর