শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

অবসর ভেঙে ফিরছেন আগুয়েরো!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

অবসর ভেঙে ফিরছেন আগুয়েরো!

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতার বিশ্বকাপে নিজেদের টিকেট ইতোমধ্যে নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আকাশি-সাদা জার্সিতে তাদের মরুর দেশে দেখা যাবে সেটা নিয়ে কোন বিস্ময় নেই। কিন্তু দলের সাথে যদি থাকেন সদ্যসাবেক সার্জিও আগুয়েরো সেটা ভক্ত-সমর্থকদের কাছে আনন্দের ও বিস্ময়ের বটে। কিন্তু সেটা যে হবে না তা জানা কথা।  

যেখানে প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার, সেখানে নিজ দলের অন্যতম বড় তারকা হয়েও ভাগ্যের নির্মম পরিহাসে বিশ্বকাপ শুরুর ঠিক এক বছর আগেই অবসর নিতে হয়েছে আগুয়েরোকে। হৃদযন্ত্রের সমস্যার কারণে একপ্রকার বাধ্য হয়েই গত ডিসেম্বরে অবসর নিতে হয় লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধুকে। চিকিৎসক তাকে খেলা ছাড়ার পরামর্শ দেন। 
 
তবে এবার জানা গেল, ফুটবলের প্রতি ভালোবাসার কারণে অবসর ভেঙে মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার। 


বিজ্ঞাপন


টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে আগুয়েরো বলেন, ‘গতকাল (মঙ্গলবার) হঠাৎ করেই আমার মনে হলো, আমি আবারও ফুটবল খেলতে পারি। চিকিৎসকরা আমাকে পাঁচ বা ছয় মাস মাঠের বাইরে থাকার কথা বলেছিলেন। কিন্তু আমি এখনই আবার অনুশীলন করতে চাই।’

কিন্তু সবার আগে তো নিজের শরীল। আর ফুটবলে ফিট না থাকলে মাঠে নামা তো সম্ভব নয়। এ কারণে তিনি যে আর মাঠে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন না সেটা ভালো করেই জানেন । তাই বিনোদনের জন্য ফুটবল খেলতে চান আগুয়েরো। 

‘আমি বিনোদনের জন্য খেলতে চাই (অপেশাদার ম্যাচ)। আমাকে মায়ামিতে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি সেখানে যাইনি। ডাক্তারকে একটি মেসেজ দিয়ে দেখি (তিনি কী বলেন)!,’যোগ করেন সাবেক ম্যান সিটি তারকা। 

এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর