বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলে নিজেদের শেষ দুই ম্যাচে বড় জয় পায় নেইমারের দল। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলে তো পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে কাতারের টিকিট কেটেছে সেলেসাওরা। সব মিলিয়ে ছন্দে আছে দল। তাই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠে এসেছে ব্রাজিল।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ফিফা র্যাঙ্কিংয়ে একে উঠতে পেছনে ফেলেছে বেলজিয়ামকে। ২০১৭ সালের পর শীর্ষে ফিরল ব্রাজিল।
বিজ্ঞাপন
আর আগে দ্বিতীয় স্থানে ছিল তারা। গত কয়েক দিনের পারফরম্যান্সে ৯ দশমিক ২৭ পয়েন্ট যোগ করে মোট ১৮৩২.৬৯ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে এখন এক নম্বরে ব্রাজিল। আর দুইয়ে নেমে গেছে বেলজিয়াম (১৮২৭ পয়েন্ট)। ২০১৮ সালের অক্টোবর পর এবার শীর্ষস্থান হারাল বেলজিয়াম।
নিজেদের গত দুটি প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হার ও মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়েছে দুই ধাপ, ১৮৮তম স্থানে আছে জামালরা।
সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেলজিয়ামের পারফরম্যান্স রিপাবলিক অব আয়ারল্যান্ডের সঙ্গে ২-২ ড্রয়ের ও বুরকিনা ফাসোর বিপক্ষে ৩-০ গোলে জয় । আর বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও বলিভিয়া উভয় দলের বিপক্ষেই ৪-০ গোলে জয় পায় ব্রাজিল।
নেইমারদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা রয়েছে আগের চার নম্বরেই। উল্লেখ্য, র্যাঙ্কিংয়ে পরের ছয়টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ইতালি, স্পেন ও পর্তুগাল যথাক্রমে আছে আগের অবস্থানেই।
বিজ্ঞাপন
এছাড়া নিজেদের গত দুটি প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হার ও মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়েছে দুই ধাপ, ১৮৮তম স্থানে আছে জামালরা।
এসও

