২৩৩ দিন পর বসতে যাচ্ছে বিশ্বসেরার লড়াই । আগামী ২১ নভেম্বর থেকে শুরু করে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ ২০২২। বিশ্বকাপে খেলা ৩২টি দেশের মধ্যে ২৯টি দেশ চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি তিনটি জায়গা ঠিক হবে জুন মাসের প্লে অফের লড়াই থেকে।
৩২টি দেশের মধ্যে ইউরোপ থেকে ১৩টি, আফ্রিকার ৫টি, দক্ষিণ আমেরিকার ৪টি, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ৩টি, অস্ট্রেলিয়া-সহ এশিয়া থেকে ৪টি দেশ চূড়ান্ত হয়েছে।
বিজ্ঞাপন
ইউক্রেনের যুদ্ধের কারণে ইউরোপে স্থগিত আছে প্লে-অফের একটি লড়াই । আগামী জুনে ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড-ইউক্রেন। এ ম্যাচের জয়ী দল বিশ্বকাপের মূল পর্বে খেলার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে ওয়েলসের।
গতকাল দেওয়া ফিফার সবশেষ র্যাঙ্কিং প্রকাশের পর জানানো হয়েছে কোন দল থাকবে কোন পটে। দোহায় বাংলাদেশ সময় শুক্রবার (১ এপ্রিল) রাত ১০টায় শুরু হবে আসরের ড্র।
ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১ থেকে ৪ নম্বর পটে ভাগ করা হয়েছে মোট ৩২ দলকে। প্রতিটি পটে থাকছে ৮ করে দল। প্রথম থেকে ৮ করে দল থাকবে আলাদা আলাদা পটে। শুধু ভিন্নতা থাকছে স্বাগতিক কাতারের ক্ষেত্রে। মরুর দেশটিতে বিশ্বকাপ হওয়ায় তারা থাকছে পট-১ এ। তোদের সাথে থাকছে ফিফা র্যাঙ্কিংয়ে ১ থেকে ৭ নম্বরে থাকা দল।
পট-১ এ থাকা দলগুলোর সঙ্গে অন্য তিন পটের একটি করে দল পড়বে একই গ্রুপে। পট-২, ৩ ও ৪ এ জায়গা পাবে প্রথম পটের মতো ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা দলগুলো।
বিজ্ঞাপন
এদিকে আজকের ড্রয়ে আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ দল অংশ নেবে মূল পর্বে। এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল থাকবে না। তবে দলের সংখ্যা বেশি থাকায় ব্যতিক্রম কেবল ইউরোপের বেলায়। কিন্তু কোনো গ্রুপে এ মহাদেশটিরও দুটির বেশি দল থাকবে না।
আয়োজক কাতার থাকবে গ্রুপ ‘এ’-তে। গ্রুপ গুলোর বাকি সব দল চূড়ান্ত হবে আজকের ড্রয়ে।
এ নজরে দেখে নেওয়া যাক কোন পটে কারা আছে:
| পট ১ | পট ২ | পট ৩ | পট ৪ |
|
কাতার ব্রাজিল বেলজিয়াম ফ্রান্স আর্জেন্টিনা ইংল্যান্ড স্পেন পর্তুগাল |
মেক্সিকো নেদারল্যান্ডস ডেনমার্ক জার্মানি উরুগুয়ে সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র ক্রোয়েশিয়া |
সেনেগাল ইরান জাপান মরক্কো সার্বিয়া পোল্যান্ড দক্ষিণ কোরিয়া তিউনিশিয়া |
ক্যামেরুন কানাডা একুয়েডর সৌদি আরব ঘানা আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ ইউরো প্লে-অফ |
এসও

