মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে স্পেনের মাদ্রিদে গিয়েছে পেরুর ফুটবলাররা। সেখানে গিয়ে স্প্যানিশ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন তারা। এমন ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে পেরুর গোলরক্ষককে আটক করে পুলিশ। জেরার পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
মাদ্রিদের যে হোটেলে পেরুর ফুটবলাররা রয়েছেন, সেই হোটেলের বাইরে সোমবার রাতে জড়ো হন পেরুর সমর্থকরা। দলের নামে জয়ধ্বনি করতে থাকেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় পুলিশ। এর পরেই পুলিশের সঙ্গে পেরুর সমর্থকদের ঝামেলা শুরু হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন- আর্জেন্টিনাকে হারানো সেই সৌদি কোচ এবার নতুন গন্তব্যে!
— Football Tweet (@Football__Tweet) March 27, 2023
এই ঘটনায় জড়িয়ে পড়েন পেরুর ফুটবলাররাও। বিশেষ করে দলের গোলরক্ষক পেদ্রো গালিসের সঙ্গে হাতাহাতি হয় পুলিশের। ঘটনার পরে পেদ্রোকে আটক করে পুলিশ তাদের জিম্মায় নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদের পরে তাকে ছেড়ে দেয় পুলিশ।
কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হল, সেই বিষয়ে স্পেনের পুলিশের কাছে জানতে চেয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অভিযোগ, পরিস্থিতি সামলাতে গিয়ে একটু বেশি বল প্রয়োগ করেছে পুলিশ। বিষয়টি আরও শান্তভাবে সামলানো যেত। তাছাড়াও দলের ফুটবলারদের প্রতি সহমর্মিতাও জানিয়েছে তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন- জেনে নিন আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন কারা?
উল্লেখ্য, এই ঘটনার পর গতকাল (বুধবার) মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে পেরু। তবে খেলায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এফএইচ

