শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

চার্লসের ব্যাটিং তাণ্ডবের দিন ডি ককেরও রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

চার্লসের ব্যাটিং তাণ্ডবের দিন ডি ককেরও রেকর্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ বলে টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন জনসন চার্লস। গেইলের রেকর্ড ভাঙার দিনে চার্লসের ব্যাটিং তাণ্ডবে অসহায় হয়ে পড়েন দক্ষিণ আফ্রিকার বোলাররা।

ওয়েস্ট ইন্ডিজের গড়া পাহাড়সহ ২৫৮ রান তাড়া করতে নেমে ঝড় শুরু করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানেরাও। চার্লসের রেকর্ড গড়ার দিন রেকর্ড গড়েন কুইন্টন ডি কক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৩ বলে করেন সেঞ্চুরি, যা দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম শতক।


বিজ্ঞাপন


দক্ষিণ আফ্রিকার এই তারকা ওপেনার রোববার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯টি চার আর ৮টি ছক্কার সাহায্যে এই রেকর্ড গড়েন। 

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার। তিনি ২০১৭ সালের ২৯ অক্টোবর ঘরের মাঠ পচেফস্ট্রুমে বাংলাদেশ দলের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন।

ডি কক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ দ্রুততম দ্বিতীয় সেঞ্চুরি আর সবমিলে দ্র্রততম ১৩ সেঞ্চুরি হাঁকান।

৩৫ বলে ডেভিড মিলারের মতো সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের এস বিক্রমশেখর। ৩৯ বলেও সেঞ্চুরি রয়েছে তিনজনের। ৪০ বলে একটি, ৪১ ও ৪২ বলে দুটি করে সেঞ্চুরি রয়েছে। 


বিজ্ঞাপন


৪৩ বলে এর আগে সেঞ্চুরি হাঁকান নামিবিয়ার ক্রিকেটার জিন-পিয়ের কোটজে। রোববার তার মতো ৪৩ বলে সেঞ্চুরি হাঁকালেন কুইন্ডন ডি কক।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন জনসন চার্লস। এতদিন ধরে ক্রিস গেইলের দখলে থাকা রেকর্ড নিজের করে নিলেন চার্লস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৯ বলে শতরান করে গেইলের রেকর্ডকে চূর্ণ করে দেন তিনি।

২০১৬ সালের মার্চে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে শতরান করেছিলেন গেইল। সাত বছর পর গেইলের রেকর্ড ভাঙলেন চার্লস।

নয়টি করে চার ও সমান সংখ্যক ছক্কা মেরে সেঞ্চুরির রেকর্ড গড়া চার্লস শেষ পর্যন্ত ৪৬ বলে ১১৮ রান করে আউট হয়ে যান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ১১টি ছক্কা।

তার ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান দাঁড়ায় ২৫৮ তে। চার্লস ছাড়া মায়ার ৫১ রান করেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর