সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরাজ-তাইজুলে সাজঘরে ইংল্যান্ডের তিন টপ অর্ডার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৩, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

মিরাজ-তাইজুলে সাজঘরে ইংল্যান্ডের তিন টপ অর্ডার

সিরিজ বাঁচানোর মিশনে আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে মাঠে নেমছে টাইগাররা। প্রথম ওয়ানডের দুঃসহ স্মৃতি ভুলে আজ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর দিন। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে টসে জিতে  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ইনিংসের শুরুতেই স্বাগতিকদের আনন্দে ভাসান পেসার তাসকিন আহমেদ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে অর্ধশত রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভীত গড়েন জেসন রয় ও ডেভিড মালান। কিন্তু টাইগার দুই স্পিনারের ঘূর্ণিতে ম্যাচে ফিরে বাংলাদেশ। 

দলীয় শতরান পূরণের আগে মালান ও জেমস ভিন্সকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এর আগে ইংলিশ ক্রিকেটের গোড়াপত্তন করেছেন জেসন রয় ও ফিল সল্ট। টাইগারদের হয়ে দুই বাঁহাতি স্পিনার বোলিং শুরু করলেও সফলতার দেখা পাননি। বাংলাদেশের হয়ে ইনিংসের সপ্তম ওভারে সফরকারী শিবিরে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। 


বিজ্ঞাপন


ওপেনার ফিল সল্ট টাইগার স্পিডস্টারের করা গুড ল্যান্থ ডেলিভারিতে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে বসেন। ১৫ বলে ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ইংলিশ ওপেনার। 

দ্বিতীয় উইকেট জুটিতে মালান ও রয় দেখেশুনে খেলতে থাকেন। এই দুই টপ অর্ডার মিলে গড়েন ৫৮ রানের জুটি। বড় সংগ্রহের পথে এগিয়ে যাওয়া পার্টানারশিপ ভাঙেন মিরাজ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ানকে লেগ বি ফোরের ফাঁদে ফেলেন টাইগার অফ স্পিনার। তৃতীয় উইকেটের জুটিতে নেমে জেমস ভিন্স বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। 

দলীয় ৯৬ রানে তাইজুলের শিকার হয়ে ব্যক্তিগত ৫ রান করে সাজঘরে ফিরেন ভিন্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর