লিওনেল মেসিকে গত বছর দলে ভেড়ানোর পর পিএসজির সামনে হাতছানি ছিল ইতিহাসের ভয়ংকরতম আক্রমণভাগ গড়ার। তবে নেইমারের সঙ্গে মেসির দারুণ বোঝাপড়া থাকলেও এমবাপে মেসির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে ছিল কিছুটা সন্দেহ। তবে সময়ের সঙ্গে নিজেদের দারুণ বোঝপড়ায় সেই সন্দেহ উড়িয়ে দিয়েছেন তারা।
মাঝখানে মেসি কতটা ভয়ংকর তা নিয়ে এমবাপেকে প্রশ্ন করা হলে আমাজন প্রাইমকে তিনি বলেন, ‘আমি কোচ না তবে লিও এমন একজন খেলোয়াড় যার পায়ে বল থাকাটা জরুরি। আমার মতে এই পজিশন তার জন্য ভাল। সে মুক্ত, জায়গা পরিবর্তন করতে পারে, বল ধরতে পারে এবং গোলের কাছাকাছি থাকে।’
বিজ্ঞাপন
দলের প্রয়োজনে যেকোন পজিশনেই খেলতে প্রস্তুত দাবি করে এমবাপে আরও বলেন, ‘আমি সব জায়গায় খেলতে পারি। আপাতত আমরা এভাবেই ঠিক আছি। তবে নেইমার ফিরলে আমাদের পরিবর্তন আনতে হতে পারে যেহেতু সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
বর্তমানে ইনজুরিতে দলের বাইরে রয়েছেন লেফট উইংগার নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর খেলায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ব্রাজিলিয়ান তারকাকাকে পাবেন বলেই আশাবাদী কোচ মরিসিও পচেত্তিনো। এদিকে এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার গুঞ্জন উঠেছে গেল কয়েকদিন ধরেই।
তবে সব গুঞ্জন যেন উড়িয়ে দিতে চাইলেন এই ফরাসি তারকা। বললেন, ‘আমি আমার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি কি? না নেইনি।’
বিজ্ঞাপন
এআইএ

