সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ সফরে উইল জ্যাকসকে আনল ইংল্যান্ড 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২০ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সফরে উইল জ্যাকসকে আনল ইংল্যান্ড 

দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে ইংলিশরা। টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে গতকাল বাংলাদেশে এসে পৌঁছায় টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শুক্রবার সকালে ঢাকায় আসেন জস বাটলাররা। তাদের সঙ্গে নতুন করে আজ সন্ধায় যোগ দিয়েছেন উইল জ্যাকস।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানায় চোটের কারনে টম আবেল ছিটকে যান তখন পরিকলপনা ছিল ১৪ সদস্যের স্কোয়াড নিয়েই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার। তবে পরে সিদ্ধান্তে আসে পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা উইল জ্যাকসকে নিয়ে আনল তারা।


বিজ্ঞাপন


এদিকে গতকাল সারাদিন বিশ্রামের পর আজ (শনিবার) সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন নেমেছে ইংলিশ ক্রিকেটাররা। নেটে দীর্ঘ সময় ধরে ব্যাট করেছেন ফিল সল্ট, ড্যাভিড মালান, স্যাম কারান। বল হাতে ঘাম ঝরিয়েছেন ইংলিশ পেসাররা। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা জফরা আর্চার বল করেছেন লম্বা সময় ধরে।

প্রথমবারের মতো অভিষেকের অপেক্ষায় থাকা রেহান আহমেদ নেটে আলাদাভাবে নজর কেড়েছেন। অপরদিকে দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব মাহমুদও ঘাম ঝরিয়েছেন। এদিকে বাংলাদেশ সফর নিয়ে আগামীকাল (রোববার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় দলের। 

আগামী ১ মার্চ থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।


বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচি


বিজ্ঞাপন


১ মার্চ (প্রথম ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা

৩ মার্চ (দ্বিতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা

৬ মার্চ (তৃতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (চট্টগ্রাম)-সময় দুপুর ১২টা

বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সময়সূচি

৯ মার্চ (প্রথম টি-টোয়েন্টি) চট্টগ্রাম- সময় দুপুর ৩টা

১২ মার্চ (দ্বিতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা

১৪ মার্চ (তৃতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর