শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

সিরিজ জিতেও দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

সিরিজ জিতেও দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা 

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে জটিল সমীকরণের সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে জয়ের ফলে এখনো প্রোটিয়াদের বিশ্বকাপে খেলার আশা টিকে রয়েছে। ২-১ ব্যবধানে ইংলিশদের সিরিজ হারানোর পর বড় দুঃসংবাদ পেয়েছে টেম্বা বাভুমার দল।  

তৃতীয় ও শেষ ওয়ানডেতে হারের পর শাস্তিও পেতে হচ্ছে প্রোটিয়াদের। মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে ডেভিড মিলারদের। 


বিজ্ঞাপন


কিম্বার্লিতে শেষ ওয়ানডেতে আগে বোলিং করতে নেমে নির্ধারিত সময় এক ওভার কম করে স্বাগতিকরা। ম্যাচ শেষে পরের দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানায় আইসিসি। 

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়। সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ হওয়ায় পয়েন্টও কাটা হয়েছে দলটির।

সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট। সে জন্য ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভুল স্বীকার করে নেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। যে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর