রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌদিতে বিয়ে করলেন রোনালদো ছবি ভাইরাল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০৯:৪৩ পিএম

শেয়ার করুন:

সৌদিতে বিয়ে করলেন রোনালদো ছবি ভাইরাল!

ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে দুই বছরের জন্য সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিকে আরব দেশটিতে গিয়ে শাস্তির মুখে পড়ার শঙ্কায় ছিলেন রোনালদো। কারণ সৌদিতে নিয়ম ভেঙে বসবাস শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। এদিকে সৌদিতে এসে রোনালদোর বিয়েকে কেন্দ্র করে গুঞ্জন যেন থামছেই না। কিন্তু সেই গুঞ্জন আর দীর্ঘকাল স্থায়ী হতে পারেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে রোনালদো-জর্জিনার বিয়ের ছবি।     

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিয়ের ছবি ঘুরছে, যেখানে রোনালদো-জর্জিনাকে চুম্বন করা দৃশ্য দেখা যায়। সেই ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে অনেকে লিখছেন, অবশেষ স্প্যানিশ সুন্দরীকে বিয়ে করেছেন সিআরসেভেন। এছাড়া ছবি শেয়ার করে অনেকে লেখেন, আর লিভ টুগেদার না। বান্ধবীকে বিয়ে করেছেন পর্তুগিজ তারকা। 


বিজ্ঞাপন


কিন্তু ভাইরাল হওয়া সেই ছবিটা নেটিজেনদের মধ্যে যে কথা উঠেছে তা শুধুই গুজব। এ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানায়, ছবিটি ছিল মূলত আমেরিকার পপ স্টার আরিয়ানা গ্র্যান্ডে এবং তার স্বামী ডাল্টন গমেযের বিয়ের ছবি। সেখানে রোনালদো ও জর্জিনার ছবি দিয়ে গুজব রটানো হয়।           

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফই এর তথ্যমতে, পর্তুগিজ তারকা রোনালদোর গ্রহণযোগ্যতার জন্য সৌদি কর্তৃপক্ষ তার বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ছাড় দিতে পারে। ইএফই এর বরাত দিয়ে সৌদি আরবের একাধিক আইনজীবী এই প্রসঙ্গে তাদের অভিমত জানান। ফলে বিষটি পরিষ্কার, রোনালদোর ও জর্জিনার সুবিধার জন্য দেশটির প্রশাসন বিয়ের আইনে আনছে কিছুটা পরিবর্তন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর