শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

সৌম্যের অর্ধশতকের দিনে ঢাকার সংগ্রহ ১০৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

সৌম্যের অর্ধশতকের দিনে ঢাকার সংগ্রহ ১০৮

সাত ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শেষে আছে ঢাকা ডমিনেটর্স। ফলে নবম আসরের বিপিএলে খারাপ অবস্থায় রয়েছে নাসির হোসেনের ঢাকা। অন্যদিকে টানা হারের বৃত্ত থেকে বেরিয়েছে খুলনা টাইগার্স। জয়ে নিয়েছে শেষ দুই ম্যাচে। আছে পয়েন্ট টেবিলের পাঁচে। অপরদিকে ঢাকার সাথে আসরের প্রথম দেখায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বীকে। সেই হারের জবাব দিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। 

এদিকে ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনা করতে পারেনি ঢাকা। পাওয়ার প্লতে মাত্র ২৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে ডমিনেটর্স। নিয়মিত বিরতিতে উইকেট আসা যাওয়া  মিছিলে ওপেনার সৌম্য সরকারের ৫৭ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১০৮ রানের সংগ্রহ পায় ঢাকা। 


বিজ্ঞাপন


খুলনার বিপক্ষে ব্যাট করতে নেমে ঢাকার ৮ ব্যাটারই ফিরেছেন দুই অংক ছোঁয়ার আগেই। ডমিনেটর্সের ১০০ পেরিয়েছে ওপেনার সৌম্য কল্যাণে। ৪৫ বলে ৫৭ রান করে ঢাকার রানকে সম্মানজনক স্থানে নিয়ে গেছে এই বাঁহাতি ব্যাটার। এছাড়া তাসকিন আহমেদ ১২ আর আল-আমিন হোসেন ১০ রান করে ছুঁয়েছেন দুই অংক। 

বল হাতে খুলনার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন নাহিদুল। এছাড়া ৩টি উইকেট নেন নাসুম আহমেদ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর