সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপ শেষে ছিটকে গেলেন মেসি-নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ১০:২১ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ শেষে ছিটকে গেলেন মেসি-নেইমার

কাতার বিশ্বকাপ মাতিয়েছে লাতিন আমেরিকা দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। এছাড়া বিশ্বকাপ জুড়ে দুই দেশের তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র সরব রেখেছে খেলার মাঠ থেকে শুরু করে সামাজিক মাধ্যমেও। তবে ৩২ দলের এ লড়াইয়ে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তাদের ক্ষুদে জাদুকর লিও। অন্যদিকে বিশ্বকাপে পৃথক জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন শেষে উভয়ই ফিরেছেন ক্লাবকে সেরাটা দিতে। 

তবে আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে জানায়, শুক্রবার কোপ দে ফ্রান্সের দ্বৈরথে ছাতিউরৌক্সের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সেই ম্যাচ থেকে বাদ পড়েছেন মেসি ও নেইমার। কারণ কেউই দলের জন্য ফিট নন। তাই তাদের নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না পিএসজি কর্তৃপক্ষ। 


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেন, গতকাল ও আজ অনুশীলন করেছে মেসি। আগামীকাল সে খেলবে না। তবে এর পরের ম্যাচে খেলতে প্রস্তুত ও।

তিনি আরও বলেন, নেইমারকে না খেলানোর চিন্তা আমাদের আগে থেকেই ছিল। বিশ্বকাপে সে গোড়ালিতে চোট পেয়েছে। আমরা চাই, এসময়ে সেটার চিকিৎসা করাক। 

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় ফেরেন মেসি। সেখান থেকে সবে পিএসজিতে এসেছেন এই ক্ষুদে জাদুকর। ক্লাব দলের হয়ে অনুশীলনও করেছেন সাবেক এই বার্সা তারকা। সেসময় তাকে অভ্যর্থনাও জানান ক্লাব।

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর