১৯৮৬ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি গিয়েও স্বপ্ন ধরা দেয়নি। রানার্স আপ হতে হয়েছিল। অবশেষে লিওর দুই হাত ধরে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বজয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। সেই আনন্দে আর্জেন্টিনার নোটে জায়গা পেতে যাচ্ছেন লিওনেল মেসি।
সদ্য বিশ্বকাপ জয়ী মেসির ছবি দিয়ে ৩৬ বছর পর ঐতিহাসিক বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার ১০০০ পেসোর নোটে মেসির ছবি রাখার পরিকল্পনা করছেন লাতিন আমেরিকা দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞাপন

অপরদিকে আলোচিত ১০০০ পেসো নোটের খসড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে এরই মধ্যে৷ ১০০০ পেসোর নোটের এক পাশে মেসির ছবি থাকবে। সঙ্গে থাকবে মেসির স্বাক্ষর ও মেসির নাম। নোটের অন্য পাশে থাকবে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আর্জেন্টিন দলের উল্লাসের ছবি।
তবে সেন্ট্রাল ব্যাংকের ডিরেক্টর লিসান্দ্রো ক্লেরি জানিয়েছে, ব্যাঙ্কের বোর্ডের সদস্যরা মজা করেই এই প্রস্তাব দিয়েছে৷ জানি না তা সত্যি হবে কিনা। তবে বাস্তবায়িত হলে আর্জেন্টিনার বাসিন্দারা আরও উৎসাহিত হবেন।

