সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাকিরের শতকের পরও হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

জাকিরের শতকের পরও হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের দ্বারপ্রান্তে ভারত। লোকেশ রাহুলের দলের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা করে টাইগাররা। তবে দিন শেষে নিজেদের মতো করে ইনিংসটি রাঙাতে পারেনি বাংলাদেশ। ওপেনার জাকির হাসান অভিষেকে শতক হাঁকিয়ে রেকর্ড গড়লেও হারের শঙ্কা নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সাকিব আল হাসানের দল। পঞ্চম দিনে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ২৪১ রান হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট। 

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচের চতুর্থ ইনিংসেও এর আগে ৪১৩ রানের বেশি করতে পারেনি সাকিব-মুশফিকরা। এমন সমীকরণকে মাথায় রেখে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারতের শক্তিশালী বোলিং লাইন আপকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাট করতে থাকে দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও জাকির হাসান। 


বিজ্ঞাপন


৪২ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে টাইগাররা। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ১১৯ রান। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে অর্ধশতক তুলে নিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটার। জাকির হাসান অভিষেকেই ভারতের বিপক্ষে ফিফটি তুলেছেন।এর সঙ্গে হাবিবুল বাশার সুমন ও আমিনুল ইসলাম বুলবুলের রেকর্ডেও পা রেখেছেন এই বাঁহাতি ব্যাটার।  

বিরতি থেকে ফিরে এসে উমেশ যাদবের বলে ৬৭ রান করে শান্ত সাজঘরে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথম ইনিংসের ব্যর্থ ইয়াসির রাব্বি দ্বিতীয় ইনিংসেও ছিলেন রঙহীন। টাইগার ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে উইকেটের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন জাকির। বুদ্ধিদীপ্ত ও দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। চতুর্থ বাংলাদেশি হিসেবে অভিষেকে সেঞ্চুরি করার রেকর্ড নিজেদের নামে গড়েন জাকির। সেঞ্চুরির এই যাত্রায় ২১৯ বল খেলেছেন এই ডানহাতি ব্যাটার। শতকের পরই রবিচন্দ্রন অশ্বিনের বলে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। 

এই ওপেনারের ব্যাট যেখানে উজ্জ্বল ছিল ঠিক তার বিপরীত ছিল টাইগার মিডেল অর্ডারদের পারফরম্যান্স। লিটন দাস থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে একে একে সাজঘরে ফিরেন টাইগার ব্যাটাররা। 

দিনের শেষভাগে অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ৩৪ রানের জুটিতে লড়ছে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন সাকিব। মিরাজ করেছেন ৯ রান। চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৭২ রান। পঞ্চম দিনে আরো ২৪১ রান তাড়া করে ম্যাচ জিততে হবে টাইগারদের। 


বিজ্ঞাপন


এমএএম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর