সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মরক্কোকে নিয়ে যা বললেন কোচ ওয়ালিদ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

মরক্কোকে নিয়ে যা বললেন কোচ ওয়ালিদ 

কাতার বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক চমক দিয়ে যাচ্ছিল মরক্কো। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে কেউ ভাবেনি সেমিতে যাবে দলটি। তবে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে স্বপ্ন দেখিয়েছিল শিরোপা মঞ্চে ওঠার। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বাধা কাটিয়ে উঠতে পারলেন না আশরাফ হাকিমিরা। মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স। তবে ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে এই মরক্কো। তাই দলটির কোচ ওয়ালিদ রেগরাগুই জানান, মরক্কোকে নিয়ে পুরো বিশ্বই এখন গর্বিত। 

গতকাল ফাইনালে উঠার লড়াইয়ে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ফ্রান্সের জালমুখে ১৩টি শট নিলেও ফরোয়ার্ডদের দূর্বলতায় গোলের দেখা পায়নি মরক্কো। তবে পুরো ম্যাচ জুড়ে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে যেভাবে খেলেছে তাতে দলটির প্রশংসায় ফুটবলপ্রেমীরা। 


বিজ্ঞাপন


অপরদিকে আর্ন্তজার্তিক গণমাধ্যমে মরক্কোর কোচ রেগরাগুই বলেন, ‘আমি মনে করি, পুরো বিশ্ব মরক্কো দলকে নিয়ে গর্বিত। কেননা আমরা নিজেদের সেরাটা দেখিয়েছি। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং সৎ ও পরিশ্রমী ফুটবল খেলেছি।’  

এছাড়া আনন্দিত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পেরেছি ইতোমধ্যেই আমরা দুর্দান্ত কিছু করেছি। সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে যেসব ছবি এসেছে, তাতে আমরা দেখেছি দেশের সবাই আমাদের এই অর্জন নিয়ে গর্বিত।’ 
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর