সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মেসির হাতেই উঠবে বিশ্বকাপের শিরোপা’  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

‘মেসির হাতেই উঠবে বিশ্বকাপের শিরোপা’  

বিশ্বকাপের সোনালী ট্রফি উচিয়ে ধরতে আর মাত্র দুটি ম্যাচ বাকি আর্জেন্টিনার। শেষ চারের লড়াইয়ে ক্রোয়েশিয়া বাধা টপকাতে পারলে ফাইনালে যাবে আলবেসিলেস্তারা। অপরদিকে এখনও দুই ম্যাচ বাকি থাকলেও সাবেক তারকা ফুটবলার ইব্রাহিমোভিচ মনে করেন, মেসির হাতেই উঠবে বিশ্বকাপের শিরোপা। 

এছাড়া কাতার বিশ্বকাপে পা ফেলার আগে আর্জেন্টাইন খুদে জাদুকর যে কথা জানান দিছে, তাতে চলতি আসরই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ মেসির জন্য। অপরদিকে পঞ্চমবারের মতো বিশ্ব আসরে খেলা মেসির হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি দেখার অপেক্ষায় পুরো আর্জেন্টাইন ও মেসি ভক্ত মানুষ। তাই শেষ চারের লড়াইয়ের আগে সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচ জনান, মেসি যে এবারের বিশ্বকাপ জিতবে এটা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে।


বিজ্ঞাপন


আর্জেন্টিনার ঘরে শেষ বিশ্বকাপের শিরোপা নিয়ে  আসে ডিয়াগ ম্যারাডোনা। এরপর ৩৬ বছরে সময় কেটে গেছে ট্রফি উচিয়ে ধরা হয়নি নীল-সাদা জার্সিদের। সেই অপেক্ষার অবসান ঘটবে যদি মেসির হাত ধরে অধরা শিরোপার দেখা মেলে। 

মেসির হাতে বিশ্বকাপের ট্রফি উঠবে এই কথা বলে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার মনে হয় এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে যে, কে জিতবে (বিশ্বকাপ)। আপনারা জানেন আমি কী বলতে চাচ্ছি। আমার মনে হয় মেসির হাতেই ট্রফিটা উঠবে। এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।’

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর