মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

লক্ষ্যটা পাহাড়সমান রানের। অপরদিকে হোয়াইটওয়াশের হাতছানিও সামনে। এমন সমীকরণে ভারতের বেঁধে দেওয়া ৪১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ভাল সূচনা করলেও হোঁচট খায় বাংলাদেশ। 

অক্ষর প্যাটেল বলে ইনিংসের চতুর্থ ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন ডানহাতি ব্যাটার আনামুল হক বিজয়। এরপর লিটন ও সাকিব উইকেটে টিকে থেকে রান তুলতে থাকলেও। সিরাজের করা অষ্টম ওভারে ক্যাচ দিয়ে মাঠ ছাড়ে লিটন দাস। আরো একবার দারুণ শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ লিটন। ৪ চার আর ১ ছক্কায় ফিরেন ২৬ বলে ২৯ রান করে।  


বিজ্ঞাপন


অপরদিকে তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করতে চেয়েছিলেন সাকিব। তবে ১৩ বলে ৭ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এখন পর্যন্ত সাকিব ২৮ রানে অপরাজিত রয়েছেন।  

দলের এমন ক্রান্তিকালে টাইগারদের ম্যাচ ফেরাতে থাকেন সাকিব-ইয়াসির আলি। তাদের ব্যাটে ভর করেই ম্যাচে ফেরার আশা দেখছে বাংলাদেশ দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৯৮ রানে ৩ উইকেট। ব্যাটে সাকিব ৩৯ বলে ৩৮ রান এছাড়া ইয়াসির আলী আছে ২৭ বলে ১৯।

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর