বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

ব্রাজিলিয়ানরাই নিজ দেশকে সমর্থন করে না: কাকা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলিয়ানরাই নিজ দেশকে সমর্থন করে না: কাকা 

ব্রাজিলিয়ানরা হাঁটা শেখে ফুটবল খেলতে খেলতে। একটু বাড়াবাড়ি মনে হলেও ব্রাজিলিয়ানদের কাছে জীবনের মানে অনেকটা এ রকমই। ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। সেই জায়গায় সেলেসাওদের চেয়ে সফল দল নেই আর একটিও। এদিকে চলমান কাতার বিশ্বকাপে গ্যালারিতে বসে নেইমারদের খেলা উপভোগ করতে দেখা যায় কিংবদন্তি খেলোয়াড় রোনালদো, রবার্তো কার্লোস, কাকা ও কাফুদের। আর্ন্তজার্তিক গণমাধ্যম গোলডটকম দেওয়া এক বিবৃতিতে ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার কাকা জানায়, অনেক ব্রাজিলিয়ানই নিজ দেশ ব্রাজিলকে সমর্থন করে না।

সাবেক এই তারকা ফুটবলার দাবি করেন, ব্রাজিলে কিংবদন্তিদের সেভাবে মূল্যায়ন করা হয় না। আরও বলেন, ‘শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে, অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না। কিংবদন্তি রোনালদো পাশ দিয়ে হেঁটে গেলে আপনি রোমাঞ্চিত হবেন, কিন্তু ব্রাজিলে তাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন সাধারণ মানুষ হিসেবেই দেখা হয়।’


বিজ্ঞাপন


এছাড়া কাকা কথা বলেন নেইমারকে নিয়েও। বর্তমানে নেইমার আলোচনায় থাকলেও সেটি নেতিবাচক আলোচনা বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে কাকা বলেন, ‘এ মুহূর্তে অনেক ব্রাজিলিয়ানই নেইমারকে নিয়ে কথা বলছে। তবে সেটি নেতিবাচকভাবে।’

শেষ চারের লড়াইয়ে কাতারের আল রাইয়ানে বাংলাদেশ সময় রাত ৯টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।   

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর