বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

ব্রাজিলকে রুখে দিতে যা করবে ক্রোয়েশিয়া 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

ব্রাজিলকে রুখে দিতে যা করবে ক্রোয়েশিয়া 

কাতার বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল হিসেবেই ব্রাজিল পা রাখে। এছাড়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের হেক্সা জয়ের লক্ষ্যে। তবে বিশ্বকাপ যাত্রা দারুণ ভাবে শুরু করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে হেরেছে সেলেসাওরা।

তবে শেষ ম্যাচের সবকিছু দূর করে নানন্দিক ও বিধ্বংসী রূপে ফিরেছে নকআউট পর্বে। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে রীতিমতো গোল উৎসবে উড়িয়ে দেয় লাতিন আমেরিকার দেশটি। উড়তে থাকা ব্রাজিল শেষ আটের লড়াইয়ে ক্রোয়োশিয়ার বিপক্ষে মাঠে নামছে আজ।    


বিজ্ঞাপন


বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দেয়ান লভরেন জানিয়েছন, ব্রাজিলের নাচ নিয়ে তাদের কোনো সমস্যা নেই। তবে নেইমার-রিচার্লিসনদের এভাবে নাচতে দিতে চান না তারা। 

লভরেন বলেন, আমরা ব্রাজিলের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত। ১১ জন নিয়েই তাদের থামাতে হবে। কেবল আমাদের ১১ জনই দলটিকে থামাতে পারে। ওরা বিপজ্জনক দল। ব্যক্তিগত নৈপুণ্যে অনন্য। ওদের খেলোয়াড়রা বিশ্বসেরা ক্লাবে খেলে।

এই ডিফেন্ডার আরও বলেন, পুরো স্কোয়াড দিয়ে দুটো ভালোমানের দল বানানো যাবে। আমি ব্রাজিলিয়ানদের সম্পর্কে ভালোই জানি। আমার বর্তমান ও সাবেক ক্লাবে ব্রাজিলের অনেক বন্ধু রয়েছে। ওরা আমাকে শুভকামনাও জানিয়েছে। 

অপরদিকে ২০০২ আসরে শিরোপা ছোয়া দলটি এরপরে কোনও বিশ্বকাপে ইউরোপিয়ান দলের বিপক্ষে জয় পাইনি। ইউরোপিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচে পাঁচটিতেই হেরেছে সেলেসাওরা। এরপরও এ ম্যাচে ব্রাজিলকেই ফেভারিট বলছেন লভরেন। 


বিজ্ঞাপন


ক্রোয়াট ডিফেন্ডার বলেন, ব্রাজিল এগিয়ে থাকবে। তাদের দারুণ সব ফুটবলার রয়েছে। সত্যিকার অর্থেই তারা ফেভারিট। এমনটা বলতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা সবাইকে সম্মান ও শ্রদ্ধা জানাই। 

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-ক্রোয়েশিয়া। দুইবারই জেতে সেলেসাওরা। ২০০৬ সালে গ্রুপ পর্বে ১-০ জয় পায় ব্রাজিল। এরপর ২০১৪’র গ্রুপ পর্বে নেইমারের জোড়া গোলে ৩-১ ব্যবধানে ফের জিতে তারা।  

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর