শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১০:২১ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন হ্যাজার্ড

সোনালি প্রজন্মের দল নিয়ে কাতার বিশ্বকাপ খেলতে গিয়েছিল বেলজিয়াম। র‌্যাংকিংয়ে শীর্ষে দুইয়ে অবস্থান তাদের। এছাড়া বেলজিয়ামের তারকা খেলোয়াড় ইডেন হ্যাজার্ড  ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ছিলেন। তবে ফর্মহীনতায় থাকা রিয়েল মাদ্রিদ তারকা নিয়েই বিশ্বকাপ খেলতে গিয়েছিল বেলজিয়াম। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তদের। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন এই তারকা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাজার্ড লিখেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ ২০০৮ সাল থেকে যে আনন্দ আপনারা আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন, তার জন্যও। আমি আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানা সিদ্ধান্ত নিয়েছি। উত্তরসূরিরা প্রস্তুত। আমি আপনাদের মিস করবো।’


বিজ্ঞাপন


 
 
 
 
 

এছাড়া বেলজিয়াম গ্রুপ পর্ব থেকে বিদায় হবার পর কোচ রবার্তো মার্তিনেজ তার দায়িত্ব ছাড়েন। হ্যাজার্ডের অবসর ঘোষণার পর বেলজিয়ামের অফিসিয়াল টুইটারে শুভ কামনা জানিয়ে লিখেন, ‘শুভকামনা অধিনায়ক ইডেন হ্যাজার্ড।’

২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর বেলজিয়ামের জার্সিতে ১২৬ ম্যাচে খেলে ৩৩ গোল করেন এই রিয়েল মাদ্রিদ তারকা।

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর