শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

সাকিব-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

সাকিব-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

লক্ষ্যটা অল্প রানের। তাই আশাটাও বেশ বড়। এমন সমীকরণে ভারতের বেঁধে দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দীপক চাহারের বলে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এরপর লিটন ও বিজয় উইকেটে টিকে থেকে রান তুলতে থাকলেও ২৯ বলে ১৪ রান করে সিরাজের বলে সাজঘরে ফেরেন বিজয়। এরপর দলের ক্রান্তিকালে টাইগারদের ম্যাচে ফেরাতে থাকেন ওপেনার লিটন ও সাকিব। তাদের ব্যাটে ভর করেই ম্যাচে জয়ের আশা দেখছে বাংলাদেশ দল।

এর আগে দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ পায়নি ভারত। সবশেষ সাকিবের ৫ উইকেট ও ইবাদত হোসেনের ৪ উইকেটের শিকারে দলটির ইনিংস থামে ১৮৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল।


বিজ্ঞাপন


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে ৬৫ রানে দুই উইকেট।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর