শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

উড়ছে বাংলাদেশ, সাজঘরে ভারতের ৭ ব্যাটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

উড়ছে বাংলাদেশ, সাজঘরে ভারতের ৭ ব্যাটার

দীর্ঘ দিন পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে রোহিত শর্মার দল। প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়েছে টিম ইন্ডিয়া। পাওয়ার প্লেতে সাকিব আল হাসানের জোড়া উইকেট শিকারের পর লোকেশ রাহুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। তবে মিডেল ওভারে ইবাদত হোসেন ও সাকিবের ফের আঘাতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বিরাট কোহলিরা।

এর আগে দিনের শুরুতে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৮ রান করে ভারত। এরপরের ওভারেই বোলিংয়ে আসেন সাকিব। দ্বিতীয় বলেই রোহিতকে করেন তিনি। এর এক বল পরেই কোহলিকে সাজঘরে ফিরিয়ে স্টেডিয়ামের দর্শকদের আনন্দে ভাসান এই অলরাউন্ডার। তবে এক্সট্রা কাভার অঞ্চলে দাঁড়িয়ে থাকা লিটন ঝাপিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরে কোহলির উইকেট শিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


বিজ্ঞাপন


এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারতের ব্যাটাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৬ রানে ৭ উইকেট হারিয়েছে ভারত।

এমএএম/এফএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর