সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০১:৫৩ এএম

শেয়ার করুন:

প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল 

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল। 'জি' গ্রুপের এ লড়াইটি আফ্রিকার দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই স্যামুয়েল ইতোর উত্তরসূরীদের। অপরদিকে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল আজ নিজেদের বেঞ্চ ফুটবলারদের পরীক্ষা করছে। লুসাইল স্টেডিয়ামে প্রথমার্ধে কেউই গোলের দেখা পায় নি। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল। 

সেলেসাওদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলেও, খাদের কিনারায় দাঁড়িয়ে ক্যামেরুন। প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া আফ্রিকার অদম্য সিংহদের তাই আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। এর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে নেইমারের জোড়া গোলে ৪-১ ব্যবধানে ম্যাচটি জিতেছিল সেলেসাওরা। তবে আজকের ম্যাচে ইনজুরিতে থাকা পিএসজি তারকাকে ছাড়াই মাঠে নামে ব্রাজিল।


বিজ্ঞাপন


লুসাইলে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে তিতের দল। তবে রদ্রিগোদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ক্যামেরুন গোলরক্ষক  ডেভিস ইপাসি। আফ্রিকার দেশটির ৩১ বছর বয়সী এই ফুটবলার বারবার দলের ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়েছেন। 

তবে প্রথমার্ধের শেষ দিকে উল্টো আক্রমণে গোল পেয়ে যেতে পারত ক্যামেরুন। কিন্তু ব্রাজিলিয়ানদের সেই যাত্রায় রক্ষা করে গোলরক্ষক এডারসন। শেষ পর্যন্ত প্রথম ৪৫ মিনিটে কোন দলই গোলের দেখা পায়নি। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর