শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না তাসকিনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না তাসকিনের
ফাইল ছবি

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলতে পারছেন না তাসকিন আহমেদ। পিঠের চোটের কারণে প্রথম ওয়ানডে থেকে বাদ পড়েছেন তিনি। তাসকিনের পরিবর্তে দলে জায়গা পাচ্ছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

পিঠের ব্যথার কারণে ৫০ ওভারের বিসিএলে শুধু প্রথম রাউন্ড খেলেছেন তাসকিন। এরপর বিশ্রাম নিয়েছেন কিছুদিন। মাঝে এক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং করেছেন। কিন্তু কাল আবার জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ভাগ হয়ে খেলার প্রস্তুতি ম্যাচে ছিলেন না তাসকিন। জানা গেছে, কাল তিনি ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন।


বিজ্ঞাপন


আগামী ৪ ও ৭ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। পরে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে চট্টগ্রাম ও মিরপুরে।

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে তাসকিন আহমেদকে দলে রাখা হয়েছিল।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর