শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

রোমাঞ্চকর গ্রুপের দুই ম্যাচের প্রথমার্ধই গোলশূন্য ড্র  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

রোমাঞ্চকর গ্রুপের দুই ম্যাচের প্রথমার্ধই গোলশূন্য ড্র  

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকের লড়াইয়ে আজ 'ডি' গ্রুপে ফ্রান্সের সঙ্গী হওয়ার দৌড়ে লড়ছে তিন দল।  প্রথম দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ইতোমধ্যে পরের রাউন্ড নিশ্চিত করেছে। পরিসংখ্যান বলে বাকি তিন দল অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া সকলেরই সুযোগ রয়েছে শেষ ষোলোতে ওঠার। রোমাঞ্চকর গ্রুপের দুইটি ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হয়েছে।

আল ওয়াকরা স্পোর্টস স্টেডিয়ামে ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছে সকারুজরা। অপরদিকে এডুকেশন সিটি স্টেডিয়ামে একই সময়ে শেষ ষোলোতে যাওয়ার লক্ষ্যে ফ্রান্সের বিপক্ষে লড়ছে তিউনিসিয়া। 


বিজ্ঞাপন


পরের রাউন্ডে উঠতে হলে আজকের ম্যাচে জিততেই হবে ডেনমার্কের। এমন সমীকরণে শুরতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ড্যানিশরা। ম্যাচের ১৯তম মিনিটে অজি গোলরক্ষক রায়ানের দক্ষতায় এরিকসনদের গোলের সুযোগ কাটা পড়ে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড গুডউয়িনের ডি বক্সের বাইরে থেকে করা শট ঠেকিয়ে দেন ড্যানিশ ডিফেন্ডার এরিকসন। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল। 

অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে চমকে দেওয়ার মতো ফুটবল উপহার দিয়েছে আফ্রিকার দেশ তিউনিসিয়া। ২০ মিনিটের মধ্যেই ফ্রান্সের জালে বল। তিউনিশিয়ানরা যখন গোলের উৎসবে মাতবে ঠিক তখনই লাইন্সম্যানের অফ সাইডের পতাকা। শেষ পর্যন্ত আর কোনো গোল হয় নি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর