বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

ক্যাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার: নেইমার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০৫:৫২ এএম

শেয়ার করুন:

ক্যাসেমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার: নেইমার 

নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোল নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এদিন সুইসদের বিপক্ষে সেলেসাওদের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার ক্যাসেমিরো। তাই ম্যাচ শেষে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার দা সিলভা।

ফুটবল পরাশক্তির দেশ ব্রাজিল নিজেদের হেক্সা মিশনে কাতারে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে আক্রমণাত্বক ফুটবল খেলে সার্বিয়াকে উড়িয়ে দিয়েছিল। তবে সুইসদের বিপক্ষে মাঠে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা মিলছিলনা রিচার্লিসন-রাফিনিয়াদের।


বিজ্ঞাপন


এদিন ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পেরে ব্রাজিল কোচ তিতেও একের পর এক পরিবর্তন আনছিলেন মাঠে। তবুও গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। তবে ম্যাচের ৮৩ মিনিটে দলের ত্রাতা হয়ে এলেন ম্যান ইউ তারকা ক্যাসেমিরো। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার গোলেই ব্রাজিলের মুখে আসে শেষ হাসি। এতে দল নিশ্চিত করেও নেয় শেষ ষোল। 

তবে ইনজুরির কারনে সেরা তারকা নেইমার মাঠে নামতে না পারলেও ম্যাচ জয়ের পর দলের সতীর্থকে অভিনন্দন জানাতে ভুল করেননি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম বলেন, 'দীর্ঘ সময় ধরেই ক্যাসেমিরো নিজেকে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রমান করে আসছে।' 

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর