শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

মানেকে ছাড়াই ডাচদের চমক দেওয়ার অপেক্ষায় সেনেগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

মানেকে ছাড়াই ডাচদের চমক দেওয়ার অপেক্ষায় সেনেগাল

কাতার বিশ্বকাপ-২২ এর ফুটবল নেশায় যখন বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব, ঠিক তখনই দ্বিতীয় দিনের হাইভোল্টেজ ম্যাচে আজ রাত ১০ টায় মাঠে নামছে বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়ন লায়স অব টেরেঙ্গা খ্যাত সেনেগাল। যাদের প্রতিপক্ষ ইউরোপ জায়ান্ট নেদারল্যান্ডস। যদিও গত রাশিয়া-১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতেই পারেননি 'অরেঞ্জরা'। তবে শক্তিমত্তা এবং বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিঃসন্দেহে এগিয়ে রাখবে তাদেরকে। কারন তিন তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলার গৌরবের ইতিহাস রয়েছে তাদের। অন্যদিকে, আসর শুরু হওয়ার আগেই বড়সড় হোঁচট খেয়েছে সেনেগাল। যেই প্রাণ-ভোমরার কাঁধে ভর করে আফ্রিকান চ্যাম্পিয়ন হওয়া এবং বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খেলা খেলতে এসেছে তারা। সেই বায়ার্ন মিউনিখের উইঙ্গার সাদিও মানেকে হারিয়ে বিপাকে সেনেগাল ফুটবল দল। অন্যদিকে ডাচরা হারিয়েছে তাদের তারকা খেলোয়াড় এই মৌসুমে দূর্দান্ত ফর্মে থাকা মেমপিস ডিপাইকে। তবে সব ভুলে দুই দলই এখন জয়ের প্রত্যাশা নিয়ে আজ রাতে মাঠে নামবে। 

ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে মাঠে নামার আগে অবশ্য দুই দলেরই বিপরীতমুখী অবস্থা। বিশ্ব র‍্যংকিয়ে নেদারল্যান্ডস থেকে ১০ ধাপ পিছিয়ে ১৮ তম অবস্থানে আছে সেনেগাল। মানেকে ছাড়া তাই সম্পূর্ণ নতুনভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে সেনেগাল কোচ আলিউ সিসকে। অন্যদিকে পরিসংখ্যান বলছে উল্টো কথা। বিশ্বকাপের আগের মঞ্চগুলোতে দুইবার অংশগ্রহণ তাদের। যার প্রথম ম্যাচে কখনোই হারেনি সেনেগাল। ২০০২ বিশ্বকাপে ফ্রান্স এবং ২০১৮ বিশ্বকাপে পোল্যান্ডকে হারিয়ে দূর্দান্ত শুরু করেছিল তারা। তাই মানেকে ছাড়াই মেন্ডি, দিয়া, দিয়াট্টারা সম্পূর্ণ নতুনভাবে প্রস্তুত ডাচদের রুখে দিতে। 


বিজ্ঞাপন


অপরদিকে অরেঞ্জরা গত বিশ্বকাপে ভাগ্যের নির্মম পরিহাসে বাদ পড়ে গেলেও, এইবার বিশ্বকাপের অন্যতম ফেবারিট নেদারল্যান্ডস। ২০২০ সালের পর থেকে কোন ম্যাচই না হেরে ফর্মের শিখড়ে অবস্থান তারা। স্বাভাবিকভাবেই সেনেগাল থেকে অনেক এগিয়ে আছে লুই ভেন গালের দল। অ্যাটাকিং ফরোয়ার্ড মেমপিস না থাকলেও টিমবার, ভ্যান ডাইক, ক্লানেস এর মতো তারাকাদের নিয়ে দূর্দান্ত বিশ্বকাপ শুরু করবে ডাচরা। 

অবশ্য এর আগে কোন বিশ্বকাপেই তাদের মুখোমুখি হওয়ার সুযোগ ছিলনা। যেই দুই বিশ্বকাপে সেনেগাল অংশগ্রহণ করেছিল, সেই দুই বিশ্বকাপ থেকেই বাদ পড়েছিল নেদারল্যান্ডস। ১২তম বারের মতো তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে যার মধ্যে ৩ বারই তারা ফাইনাল খেলেছিল। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে ২-১, ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিপক্ষে ৩-১ এবং ২০১০ সালে স্পেনের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে গিয়েছিল ডাচরা। তাই এইবার সেই অধরা শিরোপার ছোঁয়ার মিশনেই নামছে নেদারল্যান্ডস। তাই এ ম্যাচে আফ্রিকান দলটির চেয়ে বেশ এগিয়ে থাকবে ডাচরা। 

/এসটি 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর