শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

সুযোগ পাওয়া ছিল বিশেষ অনুভূতির: হেলস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

সুযোগ পাওয়া ছিল বিশেষ অনুভূতির: হেলস

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নক-আউট পর্বের সেমিফাইনাল খেলা শেষ হয়ে গেল। দ্বিতীয় সেমিফাইনালে উড়তে থাকা ভারতকে মাটিতে নামিয়েই ছাড়ল ইংল্যান্ড। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ২৪ বল হাতে রেখে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতেছে জস বাটলাররা। ৪৭ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। এমন অনবদ্য ইনিংস খেলে জিতেন ম্যাচ সেরা পুরষ্কার। 

এমন মহাকাব্যিক ইনিংস খেলার পর ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হেলস। পুরস্কার নিতে গিয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন ডানহাতি এ ওপেনার। কারণ, দুই বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের জাতীয় দলের বাইরে ছিলেন হেলস। বিশ্বকাপের স্কোয়াডে জায়গাও তার অনিশ্চিত ছিল। তবে দল ঘোষণার ঠিক আগে জনি বেয়ারস্টো ইনজুরিতে পড়লে ভাগ্যের জোরে দলে অন্তর্ভুক্ত হন ডানহাতি এ ওপেনার।


বিজ্ঞাপন


দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত অ্যালেক্স হেলস। ম্যাচ শেষে তিনি বলেন, 'এটা বিরাট উপলক্ষ্য, একটি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে এমন ইনিংস, সত্যিই অনেক আনন্দের। আমি যেভাবে খেলেছি অবশ্যই এটা বিশেষ ইনিংস। ব্যাটিংয়ের জন্য এটা (অ্যাডিলেড ওভাল) সেরা একটি মাঠ।সত্যিই দারুণ উইকেট।এটি এমন একটি মাঠ যেখানে আমার ভালো স্মৃতি রয়েছে এবং এখানে ব্যাটিং উপভোগ করি।' 

ড্রাগ নেওয়ায় ২০১৯ সালের বিশ্বকাপের আগ মুহূর্তে বাদ পড়েছিলেন দল থেকে। এবারের বিশ্বকাপেও দলে থাকার কথা ছিল না তার। জনি বেয়ারস্টোর ইনজুরির কারণে দলে জায়গা হয় হেলসের। আর তার ব্যাটে ভর করেই বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। হেলস আরও বলেন, ‘আমি কখনও ভাবিনি আবারও বিশ্বকাপ খেলতে পারবো। সুযোগ পাওয়াই ছিল বিশেষ অনুভূতির। এই দেশে আমি খেলতে ভালোবাসি এবং অনেক সময় কাটিয়েছি এখানে। আজকের রাতটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা।’  
এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর