বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

জোহানেসবার্গ থেকে মেলবোর্ন, ইতিহাসের দ্বারপ্রান্তে ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২২, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

জোহানেসবার্গ থেকে মেলবোর্ন, ইতিহাসের দ্বারপ্রান্তে ক্রিকেট বিশ্ব

বিশ্বকাপ থেকে বিদায়ের ক্ষণগণনা করা পাকিস্তান আজ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। দাপটের সঙ্গে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে মেলবোর্নের টিকিট নিশ্চিত করেছে বাবর আজমের দল। পাকিস্তানের এই জয়ে ২০০৭ এর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের মঞ্চ তৈরি হয়ে গেল। ক্রিকেট বিশ্ব আবারও দেখতে পারে জোহানেসবার্গের সেই লড়াই। এমন সম্ভাবনাই তৈরি হয়েছে আজ বাবর আজমদের জয়ে। 

বৃহস্পতিবার অ্যাডিলেডে যদি ভারত ইংল্যান্ডকে হারাতে পারে রবিবার মেলবোর্নে উত্তেজানাপূর্ন লড়াই হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। রোহিত শর্মার দল যে বাড়তি তাগিদ নিয়ে নামবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।


বিজ্ঞাপন


ভারত যদি ফাইনালে ওঠে তা হলে তাদের জন্য বড় চিন্তা হতে চলেছে বাবরের ছন্দে ফেরা। চলতি প্রতিযোগিতায় একেবারেই রান পাচ্ছিলেন না বাবর। যে কারণে দলকেও বার বার ভুগতে হচ্ছিল। ওপেনিং জুটিতে কোনও ম্যাচেই বড় রান ওঠেনি। মোহাম্মদ রিজওয়ান তবুও দুই-একটি ম্যাচে ভাল খেলছে। কিন্তু বাবরের ব্যাটে রান আসছিল না। সেই অভাব মিটল বুধবার। আসল ম্যাচেই জ্বলে উঠলেন পাকিস্তানের অধিনায়ক। এক সময় ১০ উইকেটে জেতার সম্ভাবনা দেখা যাচ্ছিল। তা অবশ্য হয়নি। 

অপরদিকে এই আসরে প্রথম থেকেই ছন্দ হারানো বাবর আজমরা সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছিলো। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয়ের ফলে পাকিস্তানের সামনে সুবর্ণ সুযোগ চলে আসে। আজ ইংলশদের হারিয়ে ফাইনালের টিকিট ও কেটে ফেলেছে বাবর আজমরা । ফলে ফের একবার ভারত-পাকিস্তান ফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা আরও জোরাল করছে অতীতের দুই ভিন ফরম্যাটের বিশ্বকাপে রেকর্ড। ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারতের গতিপ্রকৃতির সঙ্গে ২০২২ বিশ্বকাপে রোহিত শর্মাদের রাস্তা মিলে যাচ্ছে। আবার ঠিক একই ভাবে ১৯৯২ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পাকিস্তান যেভাবে চ্যাম্পিয়ান হয়েছিল, ঠিক সেই পথেই যাচ্ছে এবার বাবর আজমরা।

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তান
মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ শুরু
গ্রুপ পর্যায়ে ভারতের কাছে হার
গ্রুপ পর্যায়ের শেষ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে
সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল 
 
২০২২ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান
মেলবোর্নে ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু
সুপার টুয়েলভে ভারতের কাছে হার
গ্রুপ পর্যায়ের শেষ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে
সেমিফাইনালে নিউজিল্যান্ডের হারিয়ে ফাইনাল 

২০১১ বিশ্বকাপে ভারত
গ্রুপ পর্যায়ে ভারত একমাত্র হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে
ভারত হেরেছিল ২ বল বাকি থাকতেই
আয়ারল্যান্ড বেঙ্গালুরুতে ইংল্যান্ডকে হারিয়েছিল
গ্রুপ পর্যায়ে ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারায়


বিজ্ঞাপন


২০২২ টি-২০ বিশ্বকাপে ভারত
সুপার টুয়েলভে ভারত একমাত্র দক্ষিণ আফ্রিকার কাছে হারে
ভারত হেরেছিল ২ বল বাকি থাকতেই
আয়ারল্যান্ড মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়েছে
গ্রুপ পর্যায়ে ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছে

এসটি 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর