দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসর। দিন যত ঘনিয়ে আসছে, ভক্তদের উন্মাদনা বাড়ছে তত। অপরদিকে আসর শুরুর আগেই একের পর এক তারকা ফুটবলার ইনজুরিতে পড়ে ছিটকে যাচ্ছেন। এবার ইনজুরির তালিকায় নাম লিখালেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। তেরঙ্গা লায়ন্সের (সেনেগাল) হয়ে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় এই ফরোয়ার্ডের।
জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় মঙ্গলবার রাতে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে সের্গে জিনাব্রির হ্যাটট্রিকে ৬-১ গোলের জয় উল্লাস করেছে বায়ার্ন মিউনিখ। বিশাল জয়ের এই আনন্দের মাঝেই বড় এক হতাশার জন্ম দিয়েছে মানের চোট।
বিজ্ঞাপন
ম্যাচের ১৫ মিনিটে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে খেলতে নেমে হাঁটুতে ব্যথা পান ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। বেশ কিছুক্ষণ ধরে সাইডলাইনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি নিজ পায়ে উঠে দাঁড়ালেও খেলা চালিয়ে যেতে পারেননি। চোটের ধরন বা তাকে কতদিন বাইরে থাকতে হবে, এ বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানায়নি বায়ার্ন।
তবে তার এই ইনজুরি বিশ্বকাপে খেলা সেনেগালের জন্য অনেক বড় ধাক্কা। ভালো ফর্মেও ছিলেন তিনি। তাকে ঘিরেই বিশ্বকাপে দারুণ কিছুর স্বপ্ন দেখছে সেনেগাল। কিন্তু এমন সময়ে দলের কাণ্ডারির এই চোট হতে পারে অনেক বড় ধাক্কা।
অপরদিকে আর ১১ দিন পর পর্দায় উঠতে যাচ্ছে ২২ তম আসরের ফুটবল মঞ্চ। ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ফুটবল লড়াই সেনেগাল মাঠে নামবে ২২ নভেম্বর তুর্কির বিপক্ষে। তবে আগামী ১৪ নভেম্বর দল ঘোষণা করার শেষ সময়। এমন সময়ে ছোটখাটো চোটও অনেক বড় হয়ে দেখা দিতে পারে। সেটাই দুর্ভাবনার কারণ আফ্রিকার এই দেশটির জন্য।
এসটি

