আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ইংল্যান্ড ও ভারত। তবে ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। একদিন আগেই রোহিত শর্মা চোট পেয়ে ছেড়েছিলেন মাঠ। এবার ভারতের দুশ্চিন্তা আরো বাড়লো। নেট অনুশীলনে চোট পেয়েছেন বিরাট কোহলিও।
চলতি আসরে অপ্রতিরোধ্য ফর্মে রয়েছেন কোহলি। থামানোই যাচ্ছে না এই তারকাকে। ৫ ম্যাচে তাঁর নামের পাশে ২৪৬ রান, গড় ১২৩। বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিকও তিনি।
বিজ্ঞাপন
তবে ম্যাচের একদিন আগেই বড়সড় দুশ্চিন্তায় পড়ে গেল রোহির শর্মার দল। অ্যাডিলেডে ওভালে ম্যাচের আগে স্কোয়াডের প্রত্যেকেই দাপিয়ে অনুশীলন করলেন। আর তার মধ্যেই বিপত্তি কোহলিকে ঘিরে। অনুশীলন চলার সময় আরসিবি পেসার হর্ষল প্যাটেলের বল সরাসরি আছড়ে পড়ে কোহলির কুঁচকিতে। তারপরেই প্রচণ্ড যন্ত্রণায় মাঠ ছাড়েন তিনি। কোহলির চোট লাগা, যন্ত্রণায় ছটফট করার ভিডিও রীতিমত ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কিন্তু আবার নেটে ফিরে আসেন কোহলি। পরে থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু এবং নুয়ান সেনাবীরত্নের সামনে খেলতে থাকেন কোহলি। পরে নিজের পরিচিত কিছু শট খেলেন তার ব্যাট থেকে।

মঙ্গলবার রোহিতকে থ্রো ডাউন দিচ্ছিলেন এই রঘুই। সেই অনুশীলনের সময় রোহিতের হাতে বল লাগে। পুল মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। বল এসে লাগে তার কব্জিতে। রোহিতেরও বেশ বড় চোট বলেই মনে করা হয়েছিল। অনুশীলন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
ফিজিওর পরিচর্যার পরে পুনরায় ব্যাটিং করার চেষ্টা করেন হিটম্যান। তবে বল ব্যাটে লাগার পরেই হ্যান্ডেল থেকে ডান হাত সরিয়ে নিতে দেখা যায় তাকে। মাত্র ১টি বল খেলেই অস্বস্তি অনুভব করায় রোহিত তৎক্ষণাৎ বন্ধ করে দেন অনুশীলন।
তারপর রোহিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন দলের মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর এ ডানহাতি ব্যাটার আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাকে শুধু রক্ষণাত্মক শট খেলতে দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে।
তবে একাধিক ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনু্যায়ী, কোহলির চোট আশঙ্কার কিছু নয়। ইংল্যান্ডের বিপক্ষে যথারীতি নীল জার্সিতে মাঠে নামবেন তিনি।
এসটি

