ঘরোয়া ফুটবলে গত তিন মৌসুমে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। দীর্ঘদিন খেলা এই ক্লাবের বিরুদ্ধেই এবার বেতন পরিশোধ না করার অভিযোগ নিয়ে বাফুফের দ্বারস্থ হয়েছেন জামাল।
২০২১ সালের ২৪ নভেম্বর এক বছরের জন্য মাসিক সাড়ে পাঁচ লাখ টাকা বেতনে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হন জামাল। চুক্তির শর্তানুযায়ী, সারা বছর বেতনের ২৫ শতাংশ টাকা ক্লাব চুক্তি সইয়ের সময় জামালকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু সবকিছু ঠিকঠাক চললেও, এই বছরের শুরু থেকে বেতন অনিয়মিত হয়ে পড়ে জামালের।
বিজ্ঞাপন
বাফুফেকে দেওয়া চিঠিতে জামাল দাবি করেন, সাইফের কাছ থেকে তিন মাসের বেতন বাবদ ১৬ লাখ ৫০ হাজার টাকা পান তিনি। জামাল জানান, ‘আমি এর মধ্যেই একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে এর প্রতিকারে আইনজীবীর মাধ্যমে আমি ফিফার কাছে যাব’।
বাফুফের কাছে করা অভিযোগপত্রে জামাল ভূঁইয়া উল্লেখ করেন, ‘এ মাসে আমি সাইফের শীর্ষ কর্মকর্তা তরফদার রুহুল আমিন, তরফদার সাইফ, সাধারণ সম্পাদক (আসাদুজ্জামান রনি) ও ম্যানেজার (শাহেদুল আলম শাহেদ) এর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে তাদের কেউই আমার সঙ্গে যোগাযোগ রাখেননি এবং বকেয়া বেতনও পরিশোধ করেননি। তাই আমি বাধ্য হয়েই অভিযোগ করছি। আশা করছি, ফিফার নিয়ম অনুযায়ী আমি এর প্রতিকার পাব।’
তবে জামালের করা এই অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানায়নি সাইফ স্পোর্টিং ক্লাব। বর্তমানে শেখ রাসেল ক্রীড়াচক্র ক্লাবের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।
এফএইচ

