বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে একেবারেই বলার মতো কিছু করতে পারে নি বাবর আজম। তবে সেমিফাইনালের লড়াইয়ে কিউইদের বিপক্ষে আজ সিডনিতে সরূপে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৫ রান তুলেছে দুই ওপেনার।
কিউইদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতে রীতিমত ঝড় তুলে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। টিম সাউদি থেকে ট্রেন্ট বোল্ট কেউই সুবিধা করতে পারেনি এই দুই ডানহাতি ব্যাটারের সামনে।
বিজ্ঞাপন
সাউদির করা ইনিংসের পঞ্চম ওভারে ১৫ রান তুলে আগ্রাসী মেজাজের জানান দেয় দুই ওপেনার। পাওয়ার প্লেতে ১৭ বলে ২৮ রান করে অপরাজিত রয়েছেন রিজওয়ান অপরদিকে ১৯ বলে ২৫ রান করে ক্রিজে রয়েছেন বাবর আজম।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ড্যারেল মিচেলের অর্ধশতকে ভর করে ১৫২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
এমএএম

