শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সেমিফাইনালে পাকিস্তান-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

সেমিফাইনালে পাকিস্তান-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা নামতে যাচ্ছে আর কিছুদিন পরই। আগামীকাল প্রথম সেমি ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের এ লড়াই নিয়ে উত্তেজনার কমতি নেই। হাইভোল্টেজ এই ম্যাচের আগে আলোচনায় কেমন হতে পারে তাদের একাদশ। 

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল কিউইরা। অপরদিকে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে নিজেদের মিশন শুরু করেছিল।  


বিজ্ঞাপন


এবারের বিশ্বকাপে কেন উইলিয়ামসনদের পথচলা মসৃণ হলেও পাকিস্তানের জন্য ছিল কঠিন। ভারতের পর পুঁচকে জিম্বাবুয়ের বিপক্ষেও হারতে হয়েছিল বাবর আজমদের। শেষদিকে নেদারল্যান্ডসের প্রোটিয়া বধের ফলে শেষ চারে উঠার লড়াই সহজ হয়ে যায় পাকিস্তানের। 

সব হিসেব নিকেশ পেছনে ফেলে সেমি ফাইনালে নজর দুই দলেরই। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছিল বাবর আজমরা। সেই দিক দিয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে এশিয়ার জায়ান্টরা। অপরদিকে কিউইদের সবচেয়ে বড় অস্ত্র তাদের পেস বোলিং অ্যাটাক এবারের আসরে রয়েছে দারুণ ছন্দে। সব মিলিয়ে দুর্দান্ত এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। 

যেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ: 

পাকিস্তান একাদশ

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, ইফতেখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ ও ওয়াসিম জুনিয়র।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

এমএএম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর