শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিশ্বকাপের আগে স্বস্তি পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১০:১৫ এএম

শেয়ার করুন:

বিশ্বকাপের আগে স্বস্তি পেল আর্জেন্টিনা

দুয়ারে কড়া নাড়া কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি বারো দিন। এমন সময়ে ইনজুরিতে জর্জরিত আর্জেন্টিনা দল পেয়েছে সুসংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবি খাইফার বিপক্ষে জুভেন্টাসের ম্যাচে উরুতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। এতে বিশ্বকাপের আগে মাঠে ফেরা নিয়ে শঙ্কা জাগে এই উইঙ্গারের। তবে গত এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর রোববার (৬ নভেম্বর) ইন্টার মিলানের বিপক্ষে মাঠে ফিরেছেন ডি মারিয়া। এতেই স্বস্তির বাতাস বইছে আর্জেন্টিনা শিবিরে।

রোববার ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের ৮১তম মিনিটে মিরেত্তির বদলি হিসেবে মাঠে নামানো হয় মারিয়াকে। ইনজুরিতে পরার পর সবশেষ পাঁচ ম্যাচে ইতালিয়ান ক্লাবটির হয়ে খেলতে পারেননি ডি মারিয়া। ম্যাচ শেষে ডি মারিয়া ও দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রেমেরকে নিয়ে কথা বলেন জুভেন্টাস কোচ আল্লেগ্রি।


বিজ্ঞাপন


আল্লেগ্রি বলেন, ‘ব্রেমের ও ডি মারিয়া সুস্থ হয়ে উঠেছে। এখন আমাকে ঠিক করতে হবে, তাদেরকে শুরুর একাদশে রাখব নাকি বেঞ্চে’।

বিশ্বকাপের জন্য আগামী ১৪ নভেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে অংশ নেয়া দলগুলোর। এর মাঝেই ডি মারিয়ার দলে ফেরা কিছুটা হলেও নির্ভার রাখবে কোচ লিওনেল স্কালোনিকে। তবে পাওলো দিবালা, লিয়ান্দ্রো পারাদেস ও দলের গোলবারের একমাত্র ভরসা ইমিলিয়ানো মার্টিনেজের ইনজুরি নিয়ে আছে শঙ্কা।

২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে। দ্বিতীয় ম্যাচে ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দলটি। ‘গ্রুপ স্টেজ’ এর শেষ ম্যাচে ডিসেম্বরের ১ তারিখ পোল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।


বিজ্ঞাপন


এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর