শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

বৃষ্টিতে পরিত্যক্ত আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

বৃষ্টিতে পরিত্যক্ত আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

টি টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। তবে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি একটি বলও। সবশেষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সকাল ১০ টায় মাঠে নামার কথা ছিল এই দুই দলের। তবে মেলবোর্নে আজ সকাল থেকেই বৃষ্টি।  সময়ের সাথে সাথে বেড়েছে বৃষ্টির তীব্রতা। ক্ষণে ক্ষণে রূপ বদলায় আকাশের। ১০.৪০ মিনিটে পিচ ঢেকে দেয়ার পর বোলিং রানআপও ঢেকে দেয়া হয়। অবশেষে বৃষ্টি কমলেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয় আম্পায়াররা।


বিজ্ঞাপন


মূল পর্বে এসে এখন পর্যন্ত কোনো জয়ের স্বাদ পায়নি আফগানরা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যায় তারা। দ্বিতীয় ম্যাচটি নিউজিল্যান্ডের সাথে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাই আজকের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প দেখছে না নবীর দল। অন্যদিকে ইংল্যান্ডের সাথে দারুণ জয়ে বেশ ছন্দে আছে আইরিশরা।

ম্যাচটি বাতিল হওয়ায় পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আয়ারল্যান্ড। ৩ ম্যাচে আইরিশদের পয়েন্ট তিন।  আফগানিস্তানের পয়েন্ট দুই।

এফএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর