শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

নারীদের ক্রিকেট না দেখা আমাদের ব্যর্থতা: পাপন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

নারীদের ক্রিকেট না দেখা আমাদের ব্যর্থতা: পাপন

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ নারীদের এশিয়া কাপের পর্দা উঠেছে। বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়। ম্যাচের আগে বেলুন উড়িয়ে এশিয়া কাপ উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি নিগার সুলতানা জ্যোতিদের প্রশংসা করে বলেন নারীদের ক্রিকেট না দেখা আমাদের ব্যর্থতা। 

বেশ কিছু দিন ধরেই ফর্মের তুঙ্গে রয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সালমা খাতুনরা। আজ এশিয়া কাপা নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৯ উইকেটের বড় ব্যবধানে জয়ে পেয়েছে টাইগ্রেসরা।  


বিজ্ঞাপন


বাঘিনীদের জয়ের পর নারী দলকে প্রশংসায় ভাসিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘মেয়েরা অনেক দিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না, এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে, বাছাই উতরে বিশ্বকাপ খেলেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’

আজ ম্যাচ জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাপন বলেন, ‘বেশ ভালো লাগছে। আমরা যদি বিশ্ব র‍্যাঙ্কিং দেখি বাংলাদেশ বোধহয় ৯ নম্বরে। এরপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে । এই দলগুলো কাছাকাছি মানের। যেহেতু কাছাকাছি মানের দল আর গতবার তারা বিশ্বকাপ খেলেছে সেহেতু তারা খুব শক্তিশালী একটা প্রতিপক্ষ আমাদের জন্য। সে জন্য একটা ভয় পাচ্ছিলাম, একটা টাইট ম্যাচ হবে কি না। কিন্তু যেভাবে তারা খেলেছে, যে আত্মবিশ্বাস নিয়ে তারা খেলেছে খুবই ভালো লাগছে।’

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর