বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

মেলবোর্ন রউফের ‘ঘরের মাঠ,’ মুখিয়ে আছেন ভারতকে রুখতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১০:০১ এএম

শেয়ার করুন:

মেলবোর্ন রউফের ‘ঘরের মাঠ,’ মুখিয়ে আছেন ভারতকে রুখতে

বিগ ব্যাশে গত তিন আসরে মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠে নেমেছেন হারিস রউফ। তাই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড যেন ঘরের মাঠের মতোই পাকিস্তানের এই পেসারের কাছে। এই মাঠেই আগামী ২৩ অক্টোবর অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে পাকিস্তান। তাই রউফ যেন এ ম্যাচ খেলতে মুখিয়ে আছেন, যেমনটি থাকার কথা ঘরের মাঠে!  

গত বুধবার (২৮ সেপ্টেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৬ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে রউফ জানালেন, ভারতের বিপক্ষে মেলবোর্নে নামতে বেশ উচ্ছ্বসিত তিনি।


বিজ্ঞাপন


‘আমি যদি সেরাটা দিতে পারি, তারা (ব্যাটাররা) আমাকে সহজে খেলতে পারবে না। আসছে বিশ্বকাপের ম্যাচটিকে (ভারতের বিপক্ষে) নিয়ে আমি খুবই খুশি, কারণ এটা হবে মেলবোর্ন ক্রিকেট মাঠে। এটা আমার ঘরের মাঠ, কারণ আমি মেলবোর্ন স্টার্সের হয়ে খেলি। এখানকার কন্ডিশন কেমন এই ধারণা আমার আছে। ভারতের বিপক্ষে কেমন বোলিং করব, আমি এরই মধ্যে পরিকল্পনা করা শুরু করে দিয়েছি। ’ 

‘অস্ট্রেলিয়ায় দুই বছর আমি ফার্স্ট-গ্রেড ক্রিকেট খেলেছি। দেখেছি, বাইরে বল দিলে সেখানকার ব্যাটসম্যানরা কাট ও পুল শট খুবই ভালো খেলে। আমার লক্ষ্য থাকতো হার্ড লেংথে স্টাম্পে বল করা, যা খুবই কার্যকর কৌশল। কারণ গতিময় লেংথ বলে ব্যাটসম্যানরা যখন মিডউইকেটে খেলতে যাবে, সেটা উইকেট এনে দিতে পারে। ’ 

‘বিগ ব্যাশে আমি সবসময় হার্ড লেংথে বল করার চেষ্টা করতাম। কারণ আমার অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল সবসময় মিড-অন ও মিড-অফ উপরে রাখত আর আমাকে বলত, যে এই জায়গাগুলো দিয়ে খেলতে চাইবে তার আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ’ 

লাহোরে বুধবার জয় দিয়ে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক পাকিস্তান। চলতি সিরিজে রউফ এখন পর্যন্ত বল হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন। ৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনি।  


বিজ্ঞাপন


এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর