শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

উন্নতির দায় কি কেবল কোচদের, ক্রিকেটারদের ইচ্ছাশক্তি কোথায়?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

উন্নতির দায় কি কেবল কোচদের, ক্রিকেটারদের ইচ্ছাশক্তি কোথায়?

বাংলাদেশ দল সিনিয়রদের ছাড়া কতোটা কার্যকর? মুশফিকুর রহিমের অবসর ও মাহমুদউল্লাহ রিয়াদকে ছেঁটে ফেলার পরও আরব আমিরাতের বিপক্ষে দেখা মিলল একই চিত্রের। এক প্রান্তে আফিফ হোসেন ধ্রুব যখন ক্রমেই ধারণ করছেন বিধ্বংসী রূপ, অপর প্রান্তে মোসাদ্দেক হোসেন ধীরগতির ব্যাটিংয়ে যেন না থেকেও ছিলেন রিয়াদ।

মোসাদ্দেক যেন সেটা বুঝতে পারলেন, ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাতে গিয়ে ফিরে গেলেন স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে মাহমুদুল্লাহর পরিস্থিতিটাও ছিল অনেকটা একইরকম। রানের গতি বাড়াতে গিয়ে ডট খেলে নিজের ওপর আসা চাপ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন সাবেক টি-টোয়েন্টি কাপ্তান, কিন্তু সে যাত্রা ব্যর্থ হন তিনি।


বিজ্ঞাপন


দল বদলালেও টাইগারদের ব্যাটিং রয়ে গেছে আগের মতোই। তবে নিজেদের উন্নতি নিয়ে ভাবতে নারাজ গতকালকের ম্যাচসেরা আফিফ, 'এটা তো আমার দায়িত্ব না ঠিক করা উন্নতি কোথায় করতে হবে। এটা কোচদের দায়িত্ব। ওনাদের জিজ্ঞেস করলে ওনারা ভালো বলতে পারবে।'

পরিকল্পনা করার দায়িত্বটা হয়ত কোচদের। তবে ব্যক্তিগত উন্নতিতে কি ক্রিকেটারদের একটুও মাথা ঘামানোর প্রয়োজন নেই? তবে গতকাল শুরুতেই অনেকগুলো উইকেট পড়ে যাবার পর নিজেদের পরিকল্পনা মাফিকই খেলেছে বাংলাদেশ, এমনটাই মনে করেন আফিফ।

বাঁহাতি তরুণ তুর্কি বলেন, 'আমাদের গেম প্ল্যান সবসময়ই থাকে উইকেটে পড়ে গেলেও আমরা যাতে স্ট্রাইক রোটেট ও বাউন্ডারির জন্য খেলে থাকি। আমার মনে হয়না ভিন্ন কিছু হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের পরিকল্পনা অনুযায়ী করার। শেষের দিকে উইকেট অনুযায়ী আমার মনে হয় রানটা ঠিক ছিল।'

মিডল অর্ডারে আফিফ নিজের কাজটা ঠিকঠাক করলেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে টপ ও মিডল অর্ডারের অন্যান্যরা। নিজের ইনিংসের শুরুতেও কিছুটা বেগ হয়েছিল এশিয়া কাপের সহ-অধিনায়ককে।


বিজ্ঞাপন


আফিফ বলেন, 'শুরুতে অবশ্যই একটু কঠিন ছিলো। আমাদের মধ্যে কথা হচ্ছিল আমরা যদি উইকেটে শেষ পর্যন্ত থাকতে পারি দুইজনে, দুইজনের মধ্যেই বিশ্বাস ছিল আমরা একটা ভালো স্কোর নিয়ে যেতে পারব দলের জন্য।'  

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর