শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

আইসিসির চেয়ারম্যান হওয়া নিয়ে ভাবছেন না গাঙ্গুলি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

আইসিসির চেয়ারম্যান হওয়া নিয়ে ভাবছেন না গাঙ্গুলি 

কয়েক দিন ধরেই কথা চলছে আগামী আইসিসি নির্বাচনে চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি।  আর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি পদে আসতে পারেন জয় শাহ। আজ চেয়ারম্যান হওয়া নিয়ে কথা বলেছেন সৌরভ নিজেই। 

বৃহস্পতিবার ভারতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ জানান, আইসিসি-র চেয়ারম্যান হওয়ার ব্যাপারে একেবারেই ভাবছেন না তিনি। বলেন, ‘ওটা (আইসিসি-র চেয়ারম্যান হওয়া) কি আর আমার হাতে রয়েছে? আমি এ ব্যাপারে কিছুই বলতে পারব না এখন। আরও কিছুটা সময় গেলে বোঝা যাবে।’ 


বিজ্ঞাপন


 এদিন ভারতের ক্রিকেট নিয়েও কথা বলেছেন বিসিসিআই সভাপতি। এশিয়া কাপের আগে তিনি বলেছিলেন, রানে ফিরবেন ভিরাট কোহলি। হয়েছেও তাই। সেই প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম ও রানে ফিরবে। ভিরাটের রানে ফেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিঃসন্দেহে স্বস্তির। তবে একা ওর উপর নির্ভর করে থাকলে চলবে না। রোহিত, হার্দিকদেরও এগিয়ে আসতে হবে।’ 

এশিয়া কাপে ব্যর্থ হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচেও হারতে হয়েছে। তবে সৌরভের মতে, চিন্তার কিছু নেই। 

বলেছেন, ‘তিন-চারটে ম্যাচে হার দিয়ে কোনও দলকে বিচার করা যায় না। এশিয়া কাপে ফাইনালে উঠতে পারেনি ঠিকই। কিন্তু রোহিতের অধীনে ভারত অনেক ম্যাচ জিতেছে। রাহুল দ্রাবিড় এবং রোহিত নিশ্চয়ই সব বিষয় নিয়ে আলোচনা করেছে। আশা করি পরের ম্যাচগুলোতে অনেক উন্নতি করবে। নাগপুরে আমি খেলা দেখতে যাব। আশা করছি ওই ম্যাচ থেকেই ভারতের প্রত্যাবর্তন (জয়ের) হবে।’

এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর