শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

উদ্ধার না হলে সাফজয়ী কৃষ্ণাদের হারানো অর্থ দেবে বাফুফে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

উদ্ধার না হলে সাফজয়ী কৃষ্ণাদের হারানো অর্থ দেবে বাফুফে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের (কৃষ্ণা ও শামসুন্নাহার) ব্যাগ থেকে খোয়া যাওয়া অর্থ উদ্ধার না হলে বাফুফে সেই অর্থ দেবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ সাংবাদিকদের এই তথ্য জানান।


বিজ্ঞাপন


মাহফুজা আক্তার বলেন, কৃষ্ণা-সানজিদাদের চুরি যাওয়া অর্থ ও মূল্যবান জিনিসের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সন্ধান পাওয়া না গেলে ফেডারেশন কৃষ্ণাদের চুরি যাওয়া অর্থ ফেরত দেবে।

মাহফুজা বলেন, ‘আমরা যখনই জানতে পারলাম কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহারের টাকাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সঙ্গে সঙ্গেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে শুধু জানিয়েছে এবং সিভিল এভিয়েশন অথরিটিকে জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সিভিল এভিয়েশন বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে। তাদের যত ধরনের অনুসন্ধান করার আছে এগুলো করে বিকালের মধ্যে আমাদের তারা জানাবেন। আমরা যেহেতু নেপাল থেকে এসেছি, এটা এখনই বলা মুশকিল আসলে ঘটনাটা কোথায় ঘটেছে। এটা আসলে এখনই বলা যাচ্ছে না। উনারা বিষয়টা চেক করে তারপর জানাবেন।’

টাকা না পাওয়া গেলে বাফুফে কোনো পদক্ষেপ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে মাহফুজা বলেন, ‘ওরা বাচ্চা মেয়ে। ওদের কাছে তো এটা অনেক বেশি টাকা, তবে এই টাকাটা যদি কোনোভাবে না পাওয়া যায়, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।’


বিজ্ঞাপন


সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে গতকাল দেশে ফেরা নারী ফুটবলারদের ব্যাগ থেকে খোয়া যায় টাকা ও মূল্যবান জিনিসপত্র। সেই সঙ্গে বেশ কয়েকজনের লাগেজের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলেও অভিযোগ ওঠে। তাদের মধ্যে দুই খেলোয়াড়ের লাগেজ থেকে ডলার হারানোর অভিযোগ উঠেছে। বিমানবন্দর থেকে বাফুফে ভবনে এসে ব্যাগ খুলে তারা ডলার পাননি।

বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’

টাকা চুরির ঘটনায় তদন্ত করছে বিমানবন্দরে কর্মরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নাম প্রকাশে অনিচ্ছুক এপিবিএনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সেই ফ্লাইটে অনেক লাগেজ ছিল। কোন লাগেজ থেকে ডলার বা টাকা খোয়া গেছে এবিষয়ে আমাদের জানানো হয়নি। কোনো অভিযোগ করা হয়নি। আমরা সংবাদ দেখে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে লাগেজ খুঁজতে ও প্রকৃত ঘটনা জানতে সহজ হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানাবে।’ 

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর