বাংলাদেশের খেলা মানেই দর্শকদের উপচে পড়া আগ্রহ। দল জিতুক হার হারুক টিভির সামনে বসা চাই ক্রিকেট পাগল বাঙালির। আসন্ন এশিয়া কাপ আরও বাড়িয়ে দিয়েছে এই উন্মাদনা। এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে দুই বাংলাদেশি টেলিভিশন চ্যানেল জিটিভি ও নাগরিক টিভি।
এই আসরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতো খেলা দেখা নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না বাংলাদেশি দর্শকদের। টেলিভিশন পর্দার পাশাপাশি খেলা দেখা যাবে ডিজিটাল প্লাটফর্মেও। র্যাবিটহোল বিডির ওটিটি প্লাটফর্মে প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
বিজ্ঞাপন
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টিতে হাবুডুবু খেলেও সমর্থকরাও বুক বেঁধেছেন আশায়। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৩০ আগস্ট।
'বি' গ্রুপের শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। ২৮ আগস্ট খেলবে 'এ' গ্রুপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রথম দুইটি ম্যাচই হবে দুবাইতে।
'বি' গ্রুপ থেকে বাংলাদেশ ও আফগানিস্তান ৩০ আগস্ট শারজাহতে মুখোমুখি হবে। পরের ম্যাচে ভারত মাঠে নামবে কোয়ালিফাই করে সুযোগ পাওয়া দলের বিপক্ষে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের বিরুদ্ধে লড়বে ১ সেপ্টেম্বর। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। ২ সেপ্টেম্বর শারজাহতে পাকিস্তান খেলবে কোয়ালিফাই করে সুযোগ পাওয়া দলের বিপক্ষে।
প্রথম ৬ ম্যাচ শেষে দুই গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা ২ দল খেলবে সুপার ফোরে। দুবাইয়ে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায়।
বিজ্ঞাপন
এআইএ

