শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

কাতার বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ১১:২১ এএম

শেয়ার করুন:

কাতার বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি 

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। প্রথমবারের মতো চলতি বছর নভেম্বরে মরুর দেশ কাতারে বসতে যাচ্ছে ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। হাতে আছে মাত্র তিন মাস। তাই খেলা দেখার জন্য ফুটবলপ্রেমীদের যেন উন্মাদনার শেষ নেই। একে একে শেষ হয়ে যাচ্ছে কাতার বিশ্বকাপের সব টিকিট।

বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, কাতারে কাতারে এই বছরের বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত মোট ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে ৫ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত সর্বশেষ ধাপে বিক্রি হয়েছে অর্ধ মিলিয়নেরও ( ৫,২০, ৫৩২ টি )বেশি টিকিট। 


বিজ্ঞাপন


এ ধাপে বেশিরভাগ টিকিটই কিনেছেন কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এবং জার্মানির বাসিন্দারা। 

ফিফা জানিয়েছে, গ্রুপ পর্বের জন্য সবচেয়ে বেশি টিকেট বরাদ্দ করা হয়েছে ব্রাজিল বনাম ক্যামেরুন, ব্রাজিল বনাম সার্বিয়া, পর্তুগাল বনাম উরুগুয়ে, কোস্টারিকা বনাম জার্মানি এবং অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ম্যাচে।

গত জুনে যখন ১২ লাখের বেশি টিকিট বিক্রি হয় তখন আয়োজকরা জানায়, টিকিটের জন্য ‘রেকর্ড-পরিমাণ’ চাহিদা রয়েছে। ফিফা, কাতার ফুটবল ফেডারেশন এবং দেশটির আতিথেয়তার বিবেচনায় সে সংখ্যা এখন দ্বিগুণেরও বেশি দাঁড়িয়েছে।  

ডিজিটাল পদ্ধতির পে ফার্স্ট মেথডে বিক্রি করা হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসরের টিকিট। টিকেট বিক্রিতে সবচেয়ে বেশি সাড়া মিলেছে কাতার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ওয়েলস এবং অস্ট্রেলিয়া থেকে।


বিজ্ঞাপন


২৮ দিনের এই মেগা আসরে দর্শকদের জন্য ৩ মিলিয়ন টিকিটের ব্যবস্থা করতে পারবে বলে আশাবাদী ফিফা। টিকেট বিক্রির পরবর্তী ধাপের সময় সেপ্টেম্বরের শেষ দিকে জানানো হবে।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সময়ের চেয়ে এক দিন এগিয়ে শুরু হবে কাতারে বিশ্বকাপের আসর। তাতে আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকার দল ইকুয়েডর। এর মধ্য দিয়ে শুরু হবে মরুর দেশে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই।

এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর