বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

টি-টোয়েন্টিতে আসছে নতুন কোচ, শেষ হচ্ছে ডমিঙ্গো অধ্যায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টিতে আসছে নতুন কোচ, শেষ হচ্ছে ডমিঙ্গো অধ্যায়

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ টাইগারদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় মঞ্চ। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের মতে বিশ্বকাপের পরে বড় আসর হল এশিয়া কাপ। তাই এ আসর থেকেই দলে বড় ধরনের পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগার ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে আসতে চলেছে নতুন কোচ। শেষ হতে যাচ্ছে রাসেল ডমিঙ্গো অধ্যায়, এমনটাই ইঙ্গিত মিলেছে বোর্ড সূত্রে। 

আজ মিরপুরে হঠাৎ সাকিব আল হাসানদের অনুশীলন দেখতে আসেন বিসিবি সভাপতি। সেখানে গণমাধ্যমের সঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী না। কি করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। করে আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’


বিজ্ঞাপন


পাপনের এমন কথায় বুঝা যাচ্ছে টাইগার ক্রিকেটে এশিয়া কাপের আগে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। তিনি আরও বলেন,‘মূল সমস্যা আমরা যেটা দেখি টি-টোয়েন্টিতে- খেলোয়াড় ঠিক আছে, খেলোয়াড় যে আমাদের নাই তা না। সমস্যাটা হচ্ছে মানসিকতা বদলাতে হবে। মাইন্ড সেটে পুরো বদল আনতে হবে। টি-টোয়েন্টি এপ্রোচটা আলাদা থাকতে হবে যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই। ’

‘এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই। ১৩০-৪০ করে হয়তো একটা জিতে যাবো একদিন, কিন্তু এটা আমাদের হতে পারে না। আমাদের ১৮০-৯০, ২০০ করতে হবে। এটা মাথায় রেখেই আমাদের খেলতে হবে। আমাদের যে প্ল্যান এখন চলছে এমন কোনো লক্ষণ দেখছি না। খেলার মধ্যেও দেখি না। সেজন্য কী করা যায় এটা নিয়ে আলাপ করছিলাম। তখন জেমি এসে বলল ও নাকি এটাতে খুব আগ্রহী। ’

ক্রিকেট পাড়ায় ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে কে হতে চলেছে দলের নয়া টি-টোয়েন্টি কোচ। বোর্ড সূত্রে জানা গিয়েছে ব্যাটিং কোচ জেমি সিডন্সকে দেওয়া হতে পারে হেড কোচের দায়িত্ব। তবে বাইরের আরেক জন কোচের সঙ্গে আলাপ আলোচনা চলছে বোর্ডের। 

এই মুহূর্তে নিজ দেশে ছুটি কাটাচ্ছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। অপরদিকে ছুটি না কাটিয়ে মিরপুরে টাইগার ক্রিকেটারদের সময় দিচ্ছেন জেমি সিডন্স। 


বিজ্ঞাপন


কিছুদিনের মধ্যেই জানা যাবে কে হতে যাচ্ছেন সাকিবদের নতুন টি-টোয়েন্টি কোচ। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর