শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ইউনাইটেড কিনতে চান ব্রিটিশ ধনকুবের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

ইউনাইটেড কিনতে চান ব্রিটিশ ধনকুবের

ইলন মাস্কের ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণায় মঙ্গলবার রাত থেকেই তোলপাড় ফুটবল বিশ্ব। এবার শোনা যাচ্ছে আরেক ধনকুবেরের ইউনাইটেড কেনার গুঞ্জন। এই ধনকুবের নিজেই একজন রেড ডেভিল ভক্ত ও ম্যানচেস্টারেরই বাসিন্দা। তিনি বিখ্যাত কেমিক্যাল কোম্পানি ইনিওসের মালিক জিম র‍্যাটক্লিফ।

চলতি মৌসুমটা হতশ্রী কায়দায় শুরু করেছে ম্যানইউ। ২০ বারের প্রিমিয়ার লিগ জয়ীরা হার মেনেছে পুঁচকে ব্রেন্টফোর্ডের কাছেও। সর্বশেষ লিগ শিরোপার উল্লাসে দলটি মেতেছিলো ২০১৩ সালে। ২০১৭ এর ইউরোপা লিগ জয় বাদ দিলে কিংবদন্তি কোচ স্যার আলেক্স ফার্গুসন পরবর্তী সময়ে নেই কোন সাফল্য।


বিজ্ঞাপন


এসব কারণে দীর্ঘদিন ধরেই চাপে ইউনাইটেডের বর্তমান মালিক আমেরিকান গ্লেজার পরিবার। কয়েকটি গণমাধ্যমের দাবি এমন পরিস্থিতিতে ক্লাবের কিছু শেয়ার বিক্রি করতে রাজি হতে পারে গ্লেজাররা। তবে ক্লাবের নিয়ন্ত্রণ পুরোপুরি ছাড়তে রাজি নয় আমেরিকান পরিবারটি। শুধু তাই নয় এই ক্লাব কিনতে হলে র‍্যাটিক্লিফকে গুনতে হবে চড়া মূল্য।

ম্যানইউর বর্তমান বাজার মূল্য ২.২ বিলিয়ন মার্কিন ডলার। এর দ্বিগুণের কম অর্থে ক্লাবের মালিকানা ছাড়বে না গ্লেজাররা, এমনটা নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। অর্থাৎ ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি কিনতে হলে প্রয়োজন পড়বে ৪.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ৪১ হাজার ৭৫৬ কোটি টাকা! 

কয়েকদিন আগে টেড বোওলির ইনভেস্টমেন্ট গ্রুপ ও ক্লিয়ারলেক ক্যাপিটাল ৩.২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে পেয়ে গেছে চেলসির মালিকানা। সেবারও আগ্রহী ক্রেতাদের মধ্যে ছিলেন র‍্যাটক্লিফ। তবে শেষ পর্যন্ত পেরে উঠেননি বোওলির সঙ্গে। এবার ক্লাবটা ইউনাইটেড বলে কিনা, ১.২ বিলিয়ন ডলার বেশি গুনতে হবে এর মালিকানা পেতে। 

এদিকে ক্লাবে ঠিকমতো বিনিয়োগ করেনা গ্লেজাররা আছে এমন অভিযোগও। উল্টো মার্চের শেষে ম্যানইউর ধারের পরিমাণ বেড়ে দাড়িয়েছে ৫৯৮ মিলিয়ন ডলারে যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। ওল্ড ট্রাফোর্ডেরও হয়নি কোন উন্নয়ন। তবে গতকাল ম্যানইউর শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে ৬.৯৬ শতাংশ।


বিজ্ঞাপন


এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর