শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

৩ বছর পর কেন সাব্বিরকে দলে নেওয়া হল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১০:৪৭ পিএম

শেয়ার করুন:

৩ বছর পর কেন সাব্বিরকে দলে নেওয়া হল?

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপে অবস্থান করছেন এক সময়ের জাতীয় দলের হার্ড হিটার খ্যাত ব্যাটার সাব্বির রহমান রুম্মন। আজকের সন্ধ্যাটা হয়তো সুদূর ক্যারিবিয়ানে রঙিনই কেটেছে এ ডানহাতি ব্যাটারের। দীর্ঘ ৩ বছর পর আবারও টাইগার শিবিরে ডাক পেয়েছেন তিনি। আসন্ন এশিয়া কাপের ১৭ সদস্যের দলে চমক হিসেবে ঢুকেছেন সাব্বির। 

এশিয়া কাপের দল ও অধিনায়কত্বের বিষয়সহ সমসাময়িক সব কিছু নিয়ে বৈঠকের জন্য বিকেল ৩টার দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গিয়েছিলেন সাকিব আল হাসান। বৈঠকে ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, বিসিবি পরিচালক জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।   


বিজ্ঞাপন


প্রায় ৩ বছর পর দলে ফেরা সাব্বির প্রসঙ্গে প্রধান নির্বাচক নান্নুর জবাব, ‘সাব্বির অভিজ্ঞ ক্রিকেটার। টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ওর খেলার অভিজ্ঞতা থেকেই দলে নেয়া হয়েছে। আমরা টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করেই সাব্বিরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। কিছু কিছু জায়গায় কিছু খেলোয়াড়কে এভাবে চিন্তা করতে হয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখতে হয়। যেহেতু এবার আমাদের ইনজুরি সংখ্যা বেশি, এজন্য একজন বাড়তি মিডলঅর্ডার ব্যাটসম্যান দরকার।’

তিনি আরো বলেন, ‘সাব্বিরকে ‘এ’ দলের হয়ে উইন্ডিজে পাঠিয়েছি সেখানে খেলে সে আন্তর্জাতিক আবহ আরেকটু পাবে। সেটা সে জাতীয় দলে কাজে লাগাতে পারবে। সাব্বির ডিপিএলে খুব একটা খারাপ খেলেনি। এরপর তো সে নার্সিংয়ে আছে বাংলাদেশ টাইগার্সে, এরপর ‘এ’ দলে। এই অভিজ্ঞতা তার জন্য বিরাট পাওয়া। এগুলো কাজে লাগিয়ে সে জাতীয় দলে অবশ্যই ভাল করবে।’

নির্বাচকদের আস্থার প্রতিদান কতোটুকু দিতে পারবেন এক সময়ের প্রতিভাবান ক্রিকেটার তকমা পাওয়া সাব্বির তা এখন দেখার বিষয়। 

এমএএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর